লাদাখ ট্যুর পুরো জমে ক্ষীর, কিন্তু কোন বাইকে ভরসা রাখবেন, Royal Enfield নাকি Suzuki?

Royal Enfield Himalayan ভারতের বাজারে উপলব্ধ অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় মডেল। ইতিমধ্যেই এদেশের ক্রেতামহলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে বাইকটি। বর্তমানে এর বাজার মূল্য ২.১৬ লক্ষ টাকা থেকে ২.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Suzuki V-Strom SX। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির মধ্যে কে কোনটির থেকে এগিয়ে তা জেনে নেব।

Suzuki V-Strom SX অধিক আকর্ষণীয়

Royal Enfield Himalayan একটি ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক, একটি গোলাকৃতি হেডল্যাম্প, একটি চওড়া হ্যান্ডেলবার, উঁচু উইন্ডস্ক্রিন, স্প্লিট স্টাইল সিট, আপসোয়েপ্ট এগজস্ট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং ওয়্যার স্পোক হুইল সহ এসেছে। ডিজাইনে কিছুটা সাবেকিয়ানা বর্তমান। অন্যদিকে, Suzuki V-Strom SX এর লুকস অনেক বেশি আকর্ষণীয়। সামনে লম্বা বিক, পেশীবহুল ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডলাইট, স্প্লিট সিট, আপরাইট উইন্ডস্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং টাফ লুকিং অ্যালয় হুইল আছে এতে।

Suzuki V-Strom SX তুলনামূলক হালকা

Royal Enfield Himalayan-এর সিট হাইট ৮০০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০২০ মিমি এবং শুষ্ক ওজন ১৯৯ কেজি। যেখানে Suzuki V-Strom SX-এর মাটি থেকে সিটের উচ্চতা ৮৩৫ কিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি এবং শুষ্ক ওজন ১৬৭ কেজি।

উভয় বাইকেই ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস

সুরক্ষার জন্য Royal Enfield Himalayan ও Suzuki V-Strom SX – উভয় অ্যাডভেঞ্চার বাইকেই রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সমেত ডুয়াল (দু’চাকায়) ডিস্ক ব্রেক। সাসপেনশনে সামলাতে দু’টি মোটরসাইকেলেরই সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক ইউনিট।

Suzuki V-Strom SX-এর ইঞ্জিন বেশি শক্তিশালী

Royal Enfield Himalayan-এ উপস্থিত একটি ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ২৪ এইচপি শক্তি এবং ৩২ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে V-Strom SX-এ দেওয়া হয়েছে একটি ২৪৯ সিসি, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, SOHC ইঞ্জিন। এটি থেকে ২৬ এইচপি শক্তি এবং ২২.২ এনএম টর্ক পাওয়া যায়। হিমালয়ানে ৫ স্পিড গিয়ারবক্স থাকলেও সুজুকির গিয়ার সংখ্যা ছয়।

দাম

Royal Enfield Himalayan-এর দাম ২.১৬ লক্ষ টাকা থেকে শুরু করে ২.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। অন্যদিকে Suzuki V-Strom SX-এর মূল্য ২.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। সব দিক বিচার করে Suzuki V-Strom SX কেনাই বুদ্ধিমানের কাজ।