OnePlus 9 ফোনে থাকবে ৫০ এমপি ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

নতুন বছরের শুরুতেই Xiaomi, Realme বা Vivo এর মত ব্র্যান্ড তাদের মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসতে চলেছে। পিছিয়ে নেই আরেক চীনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস। আগামী বছরের মার্চ মাসে তারা OnePlus 9 সিরিজ লঞ্চ করবে। এই সিরিজে তিনটি ফোন থাকবে OnePlus 9, 9 Pro ও 9E । এর মধ্যে ওয়ানপ্লাস ৯ ফোনটির প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। আসুন জেনে নিই এই ফোনটি কি স্পেসিফিকেশন সহ আসবে।

স্ল্যাশলিকসের রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ৯ স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে এফ/১.৯ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ভিশন ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এছাড়া সেকেন্ডারি হিসাবে থাকবে এফ/১.৮ অ্যাপারচারযুক্ত ২০ মেগাপিক্সেলের সিনেমা ক্যামেরা। ডিভাইসটির তৃতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার হবে এফ/৩.৪। এই টেলিফোটো লেন্সটিতে অটোফোকাস এবং OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন)-এর মত টেকনোলজি থাকবে বলে জানা গিয়েছে।

অন্যান্য ফিচারের কথা বললে, এই OnePlus 9 ফোনে ৬.৫৫ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে, যার ওপরের বাম কোণে সেলফি ক্যামেরা কাটআউট দেখা যাবে। ডিসপ্লেটি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ আসতে পারে; আবার এই ডিসপ্লের আসপেক্ট রেশিও হবে ২০:৯।

এদিকে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে ওয়ানপ্লাসের ৯ সিরিজে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকবে। এছাড়া এগুলি ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন-ওএস সহ শিপ হতে পারে।