Oppo-র নতুন চমক! আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকবে Kodak-এর ক্যামেরা

এবার স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ওপ্পোর (Oppo) নয়া ডিভাইস ক্রেতাদের মনে নস্টালজিয়া জাগিয়ে তুলবে। জনপ্রিয় টিপ্সটার ডিজিটাল চ্যাট স্টেশনের (Digital Chat Station) দাবী সত্যি হলে অন্তত তেমনটাই হওয়ার কথা। কারণ আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্যামেরা তৈরীর ক্ষেত্রে Oppo স্বনামধন্য সংস্থা কোডাকের (Kodak) সাথে হাত মিলিয়েছে। আদি ও অকৃত্রিম কোডাক ক্যামেরার ডিজাইনের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবেই সংস্থাটি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে বাজারে আনবে বলে ডিজিটাল চ্যাট স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অবশ্য এক্ষেত্রে জনপ্রিয় টিপ্সটারের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য সেটা সময়ই বলবে।

ক্যামেরা তৈরীর ক্ষেত্রে সঙ্গী হিসেবে Kodak সংস্থাকে বেছে নেওয়ার ঘটনা থেকে মনে হয় ডিজিটাল চ্যাট স্টেশনের দাবী সত্যি হলেও হতে পারে। কিন্তু যদি সেটাই হয় তবে আসন্ন ডিভাইসের ক্যামেরায় ঠিক কি কি বিশেষত্ব দেখা যাবে তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কৌতূহল জন্ম নিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী উক্ত ডিভাইসের ক্যামেরায় দুটি সোনি আইএমএক্স৭৬৬ (IMX766) সেন্সর ব্যবহার করা হতে পারে। এর মধ্যে মুখ্য ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের হবে বলে শোনা গিয়েছে। এছাড়া আল্ট্রা ওয়াইড ক্যামেরার জন্যেও Oppo অপেক্ষাকৃত বড় সেন্সর ব্যবহার করতে পারে।

এছাড়াও ওপ্পোর আসন্ন স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর ও ৩ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর‌ থাকার কথা শোনা গিয়েছে। এসবের বাইরে স্মার্টফোনটির সম্পর্কে আর কোন তথ্য পাওয়া যায়নি।

সেপ্টেম্বরে আসছে ColorOS 12

সম্প্রতি Oppo তাদের নতুন ইউজার ইন্টারফেস ColorOS 12 সম্পর্কে মুখ খুলেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষের মধ্যে এই ইউআই (UI) প্রকাশ্যে আসবে বলে সংস্থার দাবী। এটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক কাস্টম ওএস হবে। অবশ্য নতুন ইউজার ইন্টারফেস রোল-আউটের আগেই সংস্থাটি এর ডাউনলোডযোগ্য ওয়ালপেপার সামনে এনেছে। ওয়ালপেপারগুলি ১৪৪০x৩২১৬ রেজোলিউশনের সঙ্গে উপলব্ধ।

এছাড়া ColorOS 12 সংক্রান্ত একটি ক্ষুদ্র ভিডিও প্রকাশ করেছে Oppo। অন্যদিকে মোবাইল ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে নতুন ইউআই কেমন দেখাবে সেই আভাস দিতে ডিজিটাল চ্যাট স্টেশনের পক্ষ থেকেও কয়েকটি ছবি সামনে আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন