Oppo Reno 12 india launch date July 12

Oppo Reno 12 সিরিজ এই মাসেই ভারতে আসছে, ফাঁস হয়ে গেল লঞ্চের তারিখ

ওপ্পো সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা বহু প্রতীক্ষিত ওপ্পো রেনো ১২ সিরিজটিকে শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে। ডিভাইসগুলিকে ইতিমধ্যেই টিজ করা হয়েছে এবং ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজগুলিতেও দেখা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ শেয়ার করা হয়নি। যদিও এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে ওপ্পো রেনো ১২ সিরিজটি আগামী সপ্তাহে এদেশের বাজারে পা রাখবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Oppo Reno 12 সিরিজের লঞ্চের তারিখ

দ্যটেকআউটলুকের একটি রিপোর্ট অনুসারে, ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো ভারতে ১২ জুলাই লঞ্চ হবে। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে আশা করা যায়, ওপ্পো রেনো ১২ ৫জি মডেল পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ। অন্যদিকে, হাই এন্ড ওপ্পো রেনো ১২ প্রো ৫জি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে লঞ্চ হবে।

আগের রিপোর্ট অনুযায়ী, ওপ্পো রেনো ১২ ভারতে সানসেট পিচ, অ্যাস্ট্রো সিলভার এবং ম্যাট ব্রাউন কালার অপশনে আসতে চলেছে৷ অন্যদিকে, ওপ্পো রেনো ১২ প্রো শুধুমাত্র দুটি কালার ভ্যারিয়েন্টে আসবে – সানসেট গোল্ড এবং স্পেস ব্রাউন। জানিয়ে রাখি, ওপ্পো রেনো ১২ ফোনে ডুয়েল কার্ভড স্ক্রিন রয়েছে, যেখানে প্রো মডেলটি একটি কোয়াড কার্ভড ডিসপ্লে অফার করে। এই ডিভাইসগুলি প্রাথমিকভাবে গত মে মাসে চীনে লঞ্চ করা হয়েছিল।

উল্লেখ্য, ব্র্যান্ড নিশ্চিত করেছে যে উভয় ফোনেই একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Oppo বিভিন্ন এআই চালিত ফিচার সহ ওপ্পো রেনো ১২ সিরিজ লঞ্চ করবে। এর মধ্যে রয়েছে এআই বেস্ট ফেস ফিচার, যা মানুষের অভিব্যক্তিকে স্বীকৃতি দেয় এবং ফটোতে বন্ধ থাকা চোখ সংশোধন করে, আবার এআই ইরেজার ২.০ উচ্চ নির্ভুলতার সাথে ব্যাকগ্রাউন্ডের বিভ্রান্তি দূর করতে জেনারেটিভ এআই ব্যবহার করে।