ভারতে ২ হাজার টাকা দাম কমলো Oppo Reno 3 Pro এর, জানুন নতুন দাম

এবছরের শুরুতে অপ্পো ভারতে তাদের ৫জি স্মার্টফোন সিরিজ Oppo Reno 3 লঞ্চ করেছিল। এই সিরিজে দুটি ফোন ছিল Oppo Reno 3 এবং Reno 3 Pro। এরমধ্যে ভারতে আজ অপ্পো রেনো ৩ প্রো এর দাম কমলো। কোম্পানি এই ফোনের দাম ২,০০০ টাকা জমিয়েছে। মুম্বাইয়ের মহেশ টেলিকম টুইট করে এই খবর জানিয়েছে। ইতিমধ্যেই Amazon থেকে নতুন দামে Reno 3 Pro কেনা যাবে। এছাড়াও শীঘ্রই অফলাইনেও নতুন দাম প্রযোজ্য হবে।

আপনাকে জানিয়ে রাখি অপ্পো রেনো ৩ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারত এসেছিল। যেগুলি হল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম ছিল যথাক্রমে ৩১,৯৯০ টাকা ৩৪,৯৯০ টাকা। যদিও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও কোনোদিন সেলের জন্য উপলব্ধ হয়নি। তবে এবার থেকে এই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বলে জানা গেছে। এদিকে ২,০০০ টাকা কমে দুটি ভ্যারিয়েন্ট এখন ২৯,৯৯০ ও ৩২,৯৯০ টাকায় কেনা যাবে।

Oppo Reno 3 Pro ফিচার :

অপ্পো রেনো ৩ ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি OLED ৯০ হার্জ ফুল এইচডি প্লাস ডিসপ্লে।সিকিউরিটির জন্য এখানে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এদিকে রেনো ৩ প্রো ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এবং অন্যান্য ক্যামেরাগুলো হলো ১৩ মেগাপিক্সেল সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য ৪৪+২ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা আছে।

আবার রেনো ৩ প্রো ফোনটি মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসরের সাথে এসেছে। সাথে দেওয়া হয়েছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এই ফোনে ভুক ৪.০ ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,০২৫ এমএএইচ ব্যাটারি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *