আজ ভারতে আসছে Oppo Reno 5 Pro 5G স্মার্টফোন এবং Enco X TWS ইয়ারবাড

স্মার্টফোন কোম্পানি Oppo আজ ভারতে লঞ্চ করতে চলেছে Reno 5 Pro 5G স্মার্টফোন এবং Enco X TWS ইয়ারবাড। আজ দুপুর ১২.৩০ মিনিটে এই দুটি ডিভাইস কে ভারতে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই অপ্পো রেনো ৫ প্রো ৫জি এর প্রিঅর্ডার শুরু হয়েছে। এই ফোনটি ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসরের প্রথম ফোন হবে। জানিয়ে রাখি Reno 5 Pro 5G এবং Enco X গতমাসে চীনের মার্কেটে পা রেখেছে।

Oppo Reno 5 Pro 5G এবং Enco X TWS এর লঞ্চ ইভেন্ট ও দাম (সম্ভাব্য)

অপ্পো রেনো ৫ প্রো ৫জি ও এনকো এক্স ইয়ারবাড লঞ্চের জন্য কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছেন। দুপুর ১২:৩০ থেকে এই ইভেন্ট শুরু হবে। আপনি অপ্পো ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্ট সরাসরি দেখতে পারেন।

রিপোর্ট অনুযায়ী, ভারতে Reno 5 Pro 5G ফোনটির মূল্য ধার্য করা হয়েছে ৩৯,৯৯০ টাকা। এই দাম হতে পারে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এদিকে চীনে Enco X এর দাম ছিল ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,০০০ টাকা)। ফলে ভারতেও একই দামে আসবে বলে মনে করা হচ্ছে।

Oppo Reno 5 Pro 5G এর স্পেসিফিকেশন

অপ্পো রেনো ৫ প্রো ৫জি ফোনটি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস থ্রিডি অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। আগেই বলেছি এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর। এতে অ্যান্ড্রয়েড ১১ বেসড কালার ওএস অপারেটিং সিস্টেম দেখা যাবে। এটি এস্ট্রাল ব্লু (রেনো গ্লো) ও স্টারি ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Reno 5 Pro 5G ফোনটির পিছনে পাবেন ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল +২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের কথা বললে এই ফোনে ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এরসাথে ৬৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং (SuperVOOC 2.0) সাপোর্ট করবে।