Oppo Reno 6 5G ভিন্ন ডিজাইন সহ বিশ্ববাজারে লঞ্চ হচ্ছে, থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা

গত মাসে Oppo তাদের ঘরেলু মার্কেট অর্থাৎ চীনা বাজারে Reno 6 সিরিজের তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছিল। যেগুলি হল – Reno 6 5G, Reno 6 Pro 5G এবং Reno 6 Pro+ 5G। ফোনগুলি চীনের বাইরে বিশ্বের অন্যান্য প্রান্তে কবে উপলব্ধ হবে, তা নিয়ে Oppo কিছু জানায়নি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, জুলাই মাসের মাঝামাঝি এই তিনটি ফোনের মধ্যে Oppo Reno 6 Pro 5G ভারতে লঞ্চ হতে চলেছে। আবার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারত ছাড়াও একই সময়ে Oppo Reno 6 সিরিজের একটি ফোন ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে।

Oppo Reno 6 5G এর গ্লোবাল লঞ্চ কবে

ইন্দোনেশিয়াতে ওপ্পোর ওয়েবসাইটে রেনো ৬ ৫জি হ্যান্ডসেটের একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। অফিসিয়াল লিস্টিং অনুযায়ী, ওপ্পো রেনো ৬ ৫জি সেদেশে ১৫ জুলাই লঞ্চ হবে। ওয়েবসাইটে শুধুমাত্র ফোনটির ডিজাইন দেখানো হয়েছে।

Oppo Reno 6 5G সম্পর্কে মাইক্রো সাইট থেকে কী জানা গেছে

ওপ্পো ইন্দোনেশিয়ায় ওয়েবসাইট অনুযায়ী, ওপ্পো রেনো ৬ ৫জি-তে অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের নীচের দিকে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক আছে। বামদিকে ভলিউম ও ডানদিকে পাওয়ার বাটন পাওয়া যাবে। ওপ্পো রেনো ৬ ৫জি ব্ল্যাক ও ব্লু কালার অপশনে উপলদ্ধ হবে।

উল্লেখ্য, চাইনিজ মডেলের তুলনায় ওপ্পো রেনো ৬ ৫জি এর গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইন কিন্তু আলাদা। ফোনটির চাইনিজ ভার্সনে কার্ভড এজ ডিসপ্লে, ফ্ল্যাট রিয়ার প্যানেল, এবং অন্যরকম দেখতে রিয়ার ক্যামেরা মডিউল আছে। এমনকি এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক অনুপস্থিত৷ গ্লোবাল ভ্যারিয়েন্টে কিন্তু ঠিক তার উল্টোটা দেখা যাচ্ছে। ফলে চাইনিজ ও গ্লোবাল ভার্সনের মধ্যে স্পেসিফিকেশনের হেরফের থাকবে বলেই পূর্বাভাস দেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন