শুরু হল Oppo Reno 6 5G এর প্রি-অর্ডার, পাবেন ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Oppo Reno 6 5G স্মার্টফোন। আগামী ২৯শে জুলাই ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। যদিও আপনি চাইলে এর আগেই ফোনটি কিনতে পারেন। আসলে ই-কমার্স সাইট Flipkart-এ ওপ্পো রেনো ৬ ৫জি এর প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারকারীরা ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ভ্যালু, নো-কস্ট ইএমআই এবং ফ্লিপকার্ট স্মার্ট আপগ্রেডের লাভ ওঠাতে পারবেন। যার দরুন ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনকে ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। আসুন Oppo Reno 6 5G-র দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 6 5G এর দাম ও অফার

২৯,৯৯০ টাকার ওপ্পো রেনো ৬ ৫জি স্মার্টফোন প্রি-অর্ডার করার ক্ষেত্রে ক্রেতারা একাধিক লোভনীয় অফার পেয়ে যাবেন। যেমন, HDFC, ICICI এবং Kotak ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। একই ভাবে, ফ্লিপকার্ট স্মার্ট আপগ্রেড অপশনে অধীনে এই নয়া হ্যান্ডসেটকে কিনলে আপনাদের মাত্র ২১,০৯২ টাকা খরচ করতে হবে। অন্যদিকে, পুরোনো হ্যান্ডসেটকে আপগ্রেড করে নতুন ওপ্পো রেনো ৬ ৫জি স্মার্টফোন কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ৩,০০০ টাকার ডিসকাউন্ট। এছাড়াও নো-কস্ট ইএমআই-এর সুবিধাও উপলব্ধ।

Oppo Reno 6 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৬ ৫জি ফোনে, ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস 2.5D হাই সেন্সিটিভ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ সাম্পেলিং রেট ১৮০ হার্টজ। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০ ৫জি প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। ওপ্পো-এর এই ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালার ওএস ১১.৩ কাস্টম স্কিন সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 6 5G ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে, 5G, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সামিল থাকছে। ১৮২ গ্রাম ওজনের এই ফোনে ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি আছে। এটি ৬৫ ওয়াট SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন