ভারতে লঞ্চের আগেই Oppo Reno 6 Pro 5G এর প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ অপশন প্রকাশ্যে

Oppo তাদের Reno 6 সিরিজের তিনটি স্মার্টফোন মে মাসে চীনে লঞ্চ করেছিল। আর চীনের পর প্রথম গ্লোবাল মার্কেট হিসেবে ভারতে Oppo Reno 6 5G ও Oppo Reno 6 Pro 5G আগামী ১৪ জুলাই পা রাখছে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটে Oppo Reno 6 Pro+ 5G এর ক্যামেরার বিশেষত্ত্ব উল্লেখ করা হয়েছিল। এবার ওপ্পো, স্মার্টফোনটির চিপসেট, র‌্যাম ও স্টোরেজ সর্ম্পকিত তথ্য প্রকাশ করল।

Oppo Reno 6 Pro 5G এর ক্যামেরা, চিপসেট তথ্য প্রকাশ্যে

ওপ্পো আজ একটি টুইট করে জানিয়েছে, রেনো ৬ প্রো ৫জি-তে প্রসেসিংয়ের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি চিপসেট থাকবে, যা পারফরম্যান্সের দিক থেকে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটের এর সমতুল্য। ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে ওপ্পো রেনো ৬ প্রো ৫জি শিপিং করা হবে।

মে মাসে চীনে ওপ্পো রেনো ৬ ৫জি প্রো-ও একই চিপসেট এবং সমপরিমাণ র‌্যাম ও স্টোরেজ সহযোগে লঞ্চ হয়েছিল। এতএব, চীনা ভ্যারিয়েন্টটিই ভারতে আসছে বলে মনে হচ্ছে। চীনে ওপ্পো রেনো ৬ ৫জি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজেও উপলব্ধ। ভারতে ফোনটি ৮ জিবি র‌্যাম অপশনে আসছে কি না, তা স্পষ্ট নয়।

Oppo Reno 6 Pro 5G-এর স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৬ প্রো ৫জি স্মার্টফোনটি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ চীনে লঞ্চ হয়েছে।

Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ও ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনে দেওয়া হয়েছিল ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এটি ৬৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন