Android 12 সবার আগে পান, Oppo-র এই ফোনে বিটা রেজিস্ট্রেশন চালু হল, আসন সীমিত

Oppo Reno 7 5G গত ফেব্রুয়ারিতে ভারতে পা রেখেছিল। ২০২২-এর দ্বিতীয় মাসে লঞ্চ হওয়া সত্বেও এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড Android 11 নির্ভর ColorOS 12 রাখা হয়েছিল। যা কিছুটা অবাক করেছিল ব্যবহারকারীদের। তবে আত্মপ্রকাশের তিন মাস পর সূচী অনুযায়ী চলতি মাস থেকেই স্মার্টফোনটির জন্য Android 12 বিটা প্রোগ্রাম চালু করল ওপ্পো।

প্রসঙ্গত, চলতি মাসেই ওপ্পো বলেছিল, Reno 7 5G-এর জন্য Android 12 বিটা টেস্টিং ভারতে ১৮মে থেকে শুরু করবে তারা। তবে তার দু’দিন আগেই, আজ থেকে বিটা রেজিস্ট্রেশনের সূচনার কথা জানাল চীনের বিবিকে গোষ্ঠীর মালিকানাধীন এই সংস্থা।

বিটা গ্রোগ্রামে এনরোলের জন্য ডিভাইসটি A.14 ফার্মওয়্যার ভার্সনে থাকতে হবে। তবে কেবল ৫ হাজার জনই আবেদন জানাতে পারবে। রেজিস্ট্রেশন উইন্ডো ক্লোজ হচ্ছে ২৩মে তারিখে‌। ব্যবহারহারীদের নাম নথিভুক্তিকরণের জন্য সেটিংস>সফটওয়্যার আপডেট>এপ্লাই ফর বিটা ভার্সন>আপডেট বিটা ভার্সন>এবং তারপর স্ক্রিনে আসা নির্দেশগুলি পালন করতে হবে।

তিন দিনের মধ্যে ওটিএ মাধ্যমে Android 12 অপারেটিং সিস্টেম স্মার্টফোনে চলে আসবে। তবে এটির স্টেবেল ভার্সন কবে রিলিজ হবে, সে বিষয়ে এখনও কিছু বলেনি ওপ্পো। তবে সংস্থাটির সফটওয়্যার রিলিজের যা ইতিহাস, তাতে স্থিতিশীল আপডেট পেতে Oppo Reno 7 5G-এর মাস দুই-তিন সময় লাগতে পারে।