Oppo Reno 7 5G, Reno 7 Pro 5G জানুয়ারিতে ভারতে আসছে, দাম কত রাখা হবে জানুন

Oppo Reno 7 সিরিজের তিনটি স্মার্টফোন সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে। যেগুলি হল Reno 7 5G, Reno 7 Pro 5G, ও Reno 7 SE 5G। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, ওপ্পো তার মধ্যে থেকে Reno 7 5G ও Reno 7 Pro ভারতে আনতে চলেছে। পাশাপাশি রিপোর্টে ফোনগুলির প্রাইস রেঞ্জ উল্লেখ করা হয়েছে। আবার ফোনের পাশাপাশি ওপ্পো নতুন প্রজন্মের ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন এবং Oppo Watch Free স্মার্টওয়াচ লঞ্চ করবে বলেও জানানো হয়েছে। এই চারটি ডিভাইস জানুয়ারি মাসে ঘোষণা করা হবে।

ভারতে ওপ্পো রেনো ৭ ৫জি ও রেনো ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য দাম (Oppo Reno 7 5G, Reno 7 Pro 5G Expected Price in India)

৯১মোবাইলস-এর প্রতিবেদন অনুসারে, ভারতে ওপ্পো রেনো ৭ ৫জি-এর দাম ২৮,০০০ টাকা থেকে ৩১,০০০ টাকার মধ্যে রাখা হবে। অন্য দিকে, ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ৪১,০০০ টাকা থেকে ৪৩,০০০ টাকা রেঞ্জে আসবে। এগুলি কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য, তা জানা যায়নি।

এছাড়া, ওপ্পোর টিডব্লুএস ইয়ারবাডসের দাম ৯,৯৯০ টাকার কাছাকাছি হবে বলে দাবি।

উল্লেখ্য, চীনে ওপ্পো রেনো ৭ ৫জি এর দাম শুরু হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৫০০ টাকা) থেকে। এটি ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য। অন্যদিকে ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,২০০ টাকা)।

ওপ্পো রেনো ৭ ৫জি স্পেসিফিকেশনস (Oppo Reno 7 5G Specifications)

গত সপ্তাহে চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৭ ৫জি ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ৯০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। আবার ফোনটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং ৬০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি স্পেসিফিকেশনস (Oppo Reno 7 Pro 5G Specifications)

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।