Oppo Reno 7, Reno 7 Pro 5G অ্যামোলেড ডিসপ্লে, 65W চার্জিং প্রযুক্তি-সহ নানা আকর্ষণীয় ফিচার-সহ ভারতে লঞ্চ হল

আগামীকাল, শুক্রবার দেশের বাজারে আত্মপ্রকাশ করেছে Oppo Reno 7 সিরিজ৷ Oppo Reno 7 5G ও Oppo Reno 7 Pro 5G মডেলের দু’টি হ্যান্ডসেট ভারতে লঞ্চ করেছে ওপ্পো৷ যদিও গত বছরের নভেম্বরে ফোনগুলি প্রথমে চীনের বাজারে পা রেখেছিল৷ তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, Oppo Reno 7 5G-এর ভারতীয় ভার্সন তার চীনা ভার্সনের চেয়ে আলাদা৷ কয়েকটি ক্ষেত্রে পার্থক্য চোখে পড়বে৷ আবার চীনা ভ্যারিয়েন্টের সমস্ত বৈশিষ্ট্য বজায় রেখে Oppo Reno 7 Pro 5G ভারতে এসেছে৷

এ দেশে Oppo Reno 7 Pro 5G-এর সঙ্গে Mi 11X, Realme GT Master Edition এবং OnePlus Nord 2-এর প্রতিযোগিতা চলবে৷ অন্য দিকে, Oppo Reno 7 5G-এর প্রধান প্রতিদ্বন্দ্বী Samsung S20 FE 5G, Mi 11i Hypercharge, এবং Realme GT৷

ভারতে ওপ্পো রেনো ৭ ৫জি এবং রেনো ৭ প্রো ৫জি-এর দাম (Oppo Reno 7 Pro 5G, Reno 7 5G Price in India)

ভারতে ওপ্পো রেনো ৭ ৫জি-এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা৷ এটি ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে কিনতে পাওয়া যাবে৷ অন্য দিকে, ওপ্পো রেনো ৭ প্রো ৫জি-এর ১২ র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ৩৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে৷ এটি ৮ ফেব্রুয়ারি থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে৷

ফোনগুলি একটি মেমরি অপশনেই উপলব্ধ৷ বেছে নেওয়া যাবে স্টারলাইট ব্ল্যাক ও স্টারট্রেইলস ব্লু কালারের মধ্যে৷ Oppo Reno 7 Pro 5G, Reno 7 5G Price in India ফ্লিপকার্টের পাশাপাশি বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে৷

ওপ্পো রেনো ৭ ৫জি স্পেসিফিকেশনস (Oppo Reno 7 5G Specifications)

ওপ্পো রেনো ৭ ৫জি-তে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে । এই ফোনের অভ্যন্তরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর৷ ডিভাইসটি মিলবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে৷

ওপ্পো রেনো ৭ ৫জি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ৩ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা৷ আবার সেলফি ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের ওপরের বাম কোণে পাঞ্চ-হোলের ভিতরে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি৷ ওপ্পো রেনো ৭ ৫জি-তে অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড আছে। এবং নিরাপত্তার জন্য ফোনে দেওয়া হয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি- এর স্পেসিফিকেশন (Oppo Reno 7 Pro 5G Spesifications)

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি মডেলে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্ক্রিনের ভিতরে অবস্থিত৷ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ম্যাক্স চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে ভারতের বাজারে এসেছে।

ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য, এই নতুন হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শ্যুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ম্যাক্রো লেন্স এবং একটি কালার টেম্পারেচার সেন্সর রয়েছে। ফোনের সামনে উপস্থিত সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা সেন্সর৷

পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো রেনো ৭ প্রো ৫জি স্মার্টফোনে ৬৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ওপ্পো রেনো ৭ প্রো ৫জি বেস মডেলের মতো অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করে।