Oppo Reno 7 সিরিজ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ 4 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন

জল্পনা সত্যি হল। ভারতের বাজারে আগামী ৪ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে Oppo Reno 7 স্মার্টফোন সিরিজটি। ওপ্পো গত বছর চীনে এই সিরিজের অধীনে Oppo Reno 7, Oppo Reno 7 Pro ও Oppo Reno 7 SE – এই মডেলগুলি লঞ্চ করে। তারপর থেকেই জল্পনা চলছিল ভারতের বাজারেও এই লাইনআপের ফোনগুলি শীঘ্রই লঞ্চ করতে পারে। কিছুদিন আগে এক টিপস্টার দাবি করেছিলেন যে, আগামী ৪ ফেব্রুয়ারি ভারতে এই ফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে এবং ফোনগুলি সেল শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। প্রত্যাশা মতই ওপ্পোর ভারতীয় শাখাও আজ নিশ্চিত করেছে যে, Oppo Reno 7 সিরিজের উপর থেকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্দা সরানো হবে। পাশাপাশি ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টও এই সিরিজের লঞ্চের তারিখ নির্দেশ করে একটি টিজার প্রকাশ করেছে।

Oppo Reno 7 সিরিজ ভারতের বাজারে পা রাখবে আগামী ৪ ফেব্রুয়ারি

ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে ঘোষণা করা হয়েছে, আগামী ফেব্রুয়ারির ৪ তারিখ ভারতের বাজারে বহু প্রতীক্ষিত ওপ্পো রেনো ৭ সিরিজের ডিভাইসগুলি উন্মোচিত হবে। অন্যদিকে, ই-কমার্স সাইট ফ্লিপকার্টও “The Portrait Expert” ট্যাগলাইনের সাথে ওপ্পো রেনো ৭ সিরিজের একই লঞ্চের তারিখ জানিয়েছে।

ওপ্পো রেনো ৭ ৫জি সিরিজের ভারতে সম্ভাব্য দাম (Oppo Reno 7 5G Series Expected Price in India)

রিপোর্ট অনুযায়ী, ভারতের বাজারে ওপ্পো রেনো ৭ সিরিজের দাম ২৮,০০০ টাকা থেকে ৪৩,০০০ টাকার মধ্যে হতে পারে। ফলে বলা যায়, এই সিরিজের হাই-এন্ড ওপ্পো রেনো ৭ প্রো মডেলটির দাম প্রায় ৪৩,০০০ টাকার কাছাকাছি হবে৷ প্রসঙ্গত, এর আগে ওপ্পো রেনো ৬ সিরিজের ফোনগুলিও প্রায় একই দামে ভারতে লঞ্চ হয়েছিল।

চীনের বাজারে এই সিরিজের ফোনগুলি ব্লু, ব্ল্যাক এবং গোল্ড – এই তিন কালারে উপলব্ধ। তবে ওপ্পো ভারতে লঞ্চের জন্য যে প্রচারমূলক টিজারগুলি প্রকাশ করেছে, সেগুলিতে ব্লু এবং ব্ল্যাক – এই দুই কালারেই ডিভাইসগুলিকে দেখতে পাওয়া গেছে। তাই মনে করা হচ্ছে এই কালার অপশনের সাথে ভারতের বাজারে পাওয়া যাবে ওপ্পো রেনো সিরিজের আসন্ন স্মার্টফোনগুলি।

ওপ্পো রেনো ৭ ৫জি সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Reno 7 5G Series Expected Specifications)

Oppo Reno 7 সিরিজের আসন্ন স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন চীনা ভ্যারিয়েন্টগুলির মতই হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে Oppo Reno 7 বেস মডেলে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। অন্যদিকে সিরিজের Pro মডেলে থাকবে সামান্য বড় ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেটও ৯০ হার্টজ।

Oppo Reno 7 -এ পারফরম্যান্সের জন্য দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং প্রো মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট দ্বারা চালিত হবে। আবার ফটোগ্রাফির জন্য Oppo Reno 7 মডেলের ব্যাক প্যানেল উপস্থিত থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং Oppo Reno 7 Pro মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এরসাথে ফোন দুটির সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Ananya Sarkar

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago