Oppo Reno 7 হবে সবচেয়ে পাতলা বেজেল যুক্ত রেনো সিরিজের ফোন, থাকবে শুটিং স্টার ডিজাইন

চীনের পর আগামী ৪ ফেব্রুয়ারি ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo Reno 7 সিরিজ। আসন্ন এই সিরিজের অধীনে মোট তিনটি স্মার্টফোন ভারতে আসতে পারে – Oppo Reno 7 5G, Oppo Reno 7 Pro 5G, এবং Oppo Reno 7 SE 5G। তবে লঞ্চের সময় যত এগিয়ে আসছে, ততই এই ফোন-ত্রয়ীর নানাবিধ ফিচার ধারাবাহিকভাবে প্রকাশ্যে নিয়ে আসছে টিপস্টাররা। এখন স্বয়ং সংস্থার পক্ষ থেকে স্মার্টফোনের ব্যাক প্যানেলের ডিজাইন সামনে নিয়ে আসা হল। জানা গেছে, উল্লেখিত ফোনগুলি গ্রেডিয়েন্ট ব্যাক ফিনিশিং এবং ফ্ল্যাট-এজ ফ্রেম সহ ভারতে পা রাখবে। সর্বোপরি, Oppo Reno 7, বিদ্যমান Oppo সিরিজগুলির মধ্যে সর্বাধিক ‘থিন বেজেল’ যুক্ত লাইনআপ হবে বলে দাবি করেছে সংস্থাটি। ডিজাইনের পাশাপাশি, এই 5G ফোনগুলির প্রসেসরও নিশ্চিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 7 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট থাকবে। আর, Oppo Reno 7 Pro ও Oppo Reno 7 SE ফোনে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ম্যাক্স এবং ডাইমেনসিটি ৯০০ চিপসেট ব্যবহার করা হবে।

শুটিং স্টার ডিজাইন ও পাতলা বেজেলের সাথে লঞ্চ হবে Oppo Reno 7 সিরিজ

সম্প্রতি প্রকাশিত টিজার অনুসারে, আসন্ন Oppo Reno 7 সিরিজ হবে সবচেয়ে পাতলা বেজেলের রেনো লাইনআপ। সেক্ষেত্রে, স্মার্টফোনগুলির চারিধারে থাকা বেজেলের পুরুত্ব ১.৫মিমি হবে। আবার, ১.২ মিলিয়ন মাইক্রো-লাইন ও ৮ মাইক্রোমিটার এনগ্র্যাভিং ডেপ্থ সহ এয়ারক্রাফ্ট-গ্রেডের শুটিং স্টার ডিজাইন দেখা যাবে এই সিরিজের ব্যাক প্যানেলে। এছাড়া, স্মার্টফোন তিনটির রিয়ার ক্যামেরা মডিউলের চারপাশে কোম্পানির নিজস্ব অরবিট ব্রীথিং লাইটিং থাকবে বলে জানিয়েছে অপ্পো।

Oppo Reno 7 সিরিজ স্পেসিফিকেশন

গতবছর নভেম্বরে চীনের মার্কেটে প্রথমবার লঞ্চ হয়েছিল ওপ্পো রেনো ৭ সিরিজ। এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এতে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ফোনে, ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.1 রম রয়েছে। ডিভাইসের পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সাথে, ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 7 5G ফোনে ৬০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

সিরিজের প্রো মডেলে অর্থাৎ Oppo Reno 7 Pro 5G, অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ম্যাক্স প্রসেসর সহ এসেছে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে। স্টোরেজ হিসাবে ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর। Oppo Reno 7 Pro 5G, ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল-সেল ব্যাটারির সাথে এসেছে, যা ৬৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে।

Oppo Reno 7 SE 5G, একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে সহ গত বছর চীনের বাজারে লঞ্চ হয়েছিল। এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, স্টোরেজ হিসাবে ফোনে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 রম পাওয়া যাবে। এই ৫জি কানেক্টিভিটির হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। একই সাথে, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেখা যাবে ডিসপ্লের উপরিভাগে। Oppo Reno 7 SE 5G ফোনে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।