Oppo Reno 7 সিরিজ শীঘ্রই আসছে, Vivo S12 সিরিজের সাথে হবে বাজার ধরার লড়াই

ডিজাইন ও ক্যামেরার দিক থেকে বরাবরই নজর কেড়ে আসছে Oppo Reno সিরিজের স্মার্টফোনগুলি। গত মে মাসের শেষান্তে এই সিরিজের লেটেস্ট মডেল Oppo Reno 6 লাইনআপের আত্মপ্রকাশ ঘটেছিল। পরবর্তীতে ভারত-সহ নানা দেশে Oppo Reno 6 সিরিজ লঞ্চ হয়। আবার শোনা যাচ্ছিল, কোম্পানি ইতিমধ্যেই এই সিরিজের সাক্সেসর হিসেবে Reno 7 সিরিজের উপরে কাজ করছে। এখন জনপ্রিয় এক টিপস্টারের ফাঁস করা তথ্য Reno 7 সিরিজ নিয়ে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

Oppo Reno 7 সিরিজ টেক্কা দেবে Vivo S12 সিরিজ কে

ওয়েইবোতে জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুসারে, চীনে খুব শীঘ্রই Oppo তাদের Reno 7 সিরিজ লঞ্চ করবে। এর প্রধান প্রতিপক্ষ হবে Vivo S12 সিরিজ (আপকামিং)। অর্থাৎ টিপস্টারের কথা সত্যি হলে, বর্তমান প্রজন্মের Vivo S10-এর পর S11 ব্র্যান্ডিং বাদ দিয়ে S12 নামে নতুন S সিরিজের ফোন আনতে পারে Vivo।

এদিকে টিপস্টার শুধুমাত্র ওপ্পো রেনো ৭ সিরিজের বেস ভ্যারিয়েন্টের ব্যাপারে জানিয়েছে। চ্যাট স্টেশনের মতে, ফোনটি তার প্রিডিসেসরের মতো ফ্রন্ট ডিজাইনের সাথে আসবে। সুতরাং, ওপ্পো রেনো ৭ ফোনে পাঞ্চ-হোল ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে।

এ ছাড়া ওপ্পো রেনো ৭-এ মেটাল ফ্রেম থাকবে। পিছনে থাকবে তিনটি ক্যামেরা৷ ক্যামেরাগুলির পারফরম্যান্সে আপগ্রেড লক্ষ্য করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হল, ক্যামেরাগুলির মধ্যে একটির চারপাশে এলইডি নোটিফিকেশন রিং দেওয়া হবে।

আপাতত Oppo Reno 7 সিরিজ সম্পর্কে এই তথ্যগুলিই জানা গেছে। আশা করা যায়, শীঘ্রই ফোনগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে তথ্য সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন