15 মিনিটে 118 কোটি টাকার ফোন বিক্রি, Oppo Reno 7 সিরিজের ভারতে আসার আগেই চীনে সুপারহিট

ক’দিন আগেই ফাটাফাটি ফিচারের সঙ্গে Oppo Reno 7 সিরিজ চীনে লঞ্চ হয়েছে৷ আর গতকাল এই সিরিজের ফোনগুলির প্রথম সেলের আয়োজন করা হয়েছিল। Oppo Reno 7 লাইনআপ যে কতটা সাড়া ফেলেছে, তা বিক্রির পরিসংখ্যা থেকেই স্পষ্ট। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, তারা কয়েক মিনিটের মধ্যে ১০০ মিলিয়ন ইউয়ান মূল্যের Reno 7 সিরিজের ফোন বিক্রি করেছে।

বিক্রি শুরুর পনেরো মিনিটের মধ্যে প্রো ও বেস মডেলের বিক্রির অঙ্ক ১০০ মিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১১৮ কোটি টাকার মতো) ছাড়িয়ে যায়। Reno 7 ও Reno 7 Pro এর দাম ধরলে যা বেশ চমকপ্রদ। উল্লেখ্য, বেস ভ্যারিয়েন্টটির দাম শুরু ২,৬৯৯ ইউয়ান থেকে (প্রায় ৩১,৮৪৮ টাকা)। আর Pro ভার্সনের মূল্য ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৬৪৮ টাকা) থেকে আরম্ভ।

এদিকে Oppo Reno সিরিজ আগামী বছরের শুরুতে ভারতে আসবে বলে খবর। যদিও কোম্পানির তরফে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে রিপোর্ট বলছে, জানুয়ারির শেষ সপ্তাহে এই সিরিজ ভারতে লঞ্চ হবে এবং দাম শুরু হবে প্রায় ৩৫,০০০ টাকা থেকে।

ওপ্পো রেনো ৭ স্পেসিফিকেশনস (Oppo Reno 7 Specifications)

ওপ্পো রেনো ৭ ফোনে রয়েছে ৯০ হার্টজ ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। আবার ফোনটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং ৬০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

ওপ্পো রেনো ৭ প্রো স্পেসিফিকেশনস (Oppo Reno 7 Pro Specifications)

ওপ্পো রেনো ৭ প্রো ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।