Oppo Reno 8 সম্পর্কে সামনে এল নতুন তথ্য, সবার আগে জেনে নিন

গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো বাজারে লঞ্চ করে Oppo Reno7 সিরিজ। আর বর্তমানে সংস্থাটি এর উত্তরসূরি হিসেবে Oppo Reno8 লাইনআপ বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই আসন্ন ডিভাইসগুলি নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। আর এবার এক পরিচিত টিপস্টার লঞ্চের আগেই Oppo Reno8 সিরিজ সম্পর্কীত বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছেন। জানা যাচ্ছে এই নতুন হ্যান্ডসেটগুলি একাধিক কালার অপশন এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতের বাজারে উপলব্ধ হবে।

Oppo Reno8-এর কালার ভ্যারিয়েন্ট ও স্টোরেজ কনফিগারেশন ফাঁস হল

টিপস্টার মুকুল শর্মা টুইটারে আসন্ন ওপ্পো রেনো৮ সিরিজের রঙের বিকল্প এবং স্টোরেজ অপশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করেছেন। তাঁর টুইট অনুযায়ী, এই সিরিজের ডিভাইসগুলি ৮ জিবি র‍্যামের সাথে লঞ্চ হবে যা ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত হবে। এর সাথে তিনি আরও যোগ করেছেন যে, ওপ্পো রেনো৮ বেস মডেলটি দুটি কালার অপশনে কেনার জন্য উপলব্ধ হবে। যদিও, তিনি কোন কোন রঙে হ্যান্ডসেটটি পাওয়া যাবে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি।

প্রসঙ্গত, এগুলি ছাড়া ওপ্পো সিরিজটি সম্পর্কিত অন্য কোনও তথ্য টুইটে প্রকাশ করা হয়নি, তবে এর আগে বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ জানা গেছে, Oppo Reno8 বেস মডেলটি ৬.৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসরের সাথে আসবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno8-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ভিত্তিক কালারওএস (ColorOS) কাস্টম স্কিনে চলবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno8-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে যেহেতু, এখনও সংস্থার তরফে এই নতুন স্মার্টফোন সিরিজটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তাই প্রকাশ্যে আসে তথ্যগুলির সত্যতা কতটা তা সময়ই বলবে।