ফাঁস হল দাম, Oppo Reno 8 Lite নামে বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Reno 7Z 5G

গত সপ্তাহে টেক ব্র্যান্ড Oppo চীনে তাদের Reno 8 স্মার্টফোন সিরিজটি লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Oppo Reno 8, Reno 8 Pro, এবং Reno 8 Pro+-এই তিনটি মডেল বাজারে আত্মপ্রকাশ করেছে। তবে, সম্প্রতি জানা গেছে যে, ব্র্যান্ডটি এই সিরিজের অধীনে আরও একটি হ্যান্ডসেট লঞ্চের অপেক্ষায় রয়েছে, এই মডেলটি Oppo Reno 8 Lite নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্ট এবং সূত্র থেকে আসন্ন ডিভাইসটির কিছু প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। এখন আবার এক পরিচিত টিপস্টার Reno 8 Lite-এর ইউরোপীয় ভ্যারিয়েন্টের মূল্যটি প্রকাশ করেছেন।

প্রকাশ্যে এল Oppo Reno 8 Lite-এর ইউরোপীয় ভ্যারিয়েন্টের দাম

টিপস্টার পারস গুগলানি (@passionategeekz) টুইটারে ইউরোপের বাজারে আসন্ন ওপ্পো রেনো ৮ লাইট-এর দাম ফাঁস করেছেন। তার টুইট অনুযায়ী, এই আপকামিং হ্যান্ডসেটটির দাম হবে ৩০৫.৭৮ ইউরো (প্রায় ২৫,৫৫০ টাকা)।

টিপস্টার তার একটি পৃথক টুইটে উল্লেখ করেছেন যে, ওপ্পো রেনো ৮ মডেলটি ওপ্পো রেনো ৭জেড ৫জি-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে এবং এটি শুধুমাত্র গ্লোবাল মার্কেটেই আসবে। এছাড়াও সূত্র মারফৎ এই ডিভাইসের ইন্টারস্টেলার গ্লো কালার অপশনের প্রোমোশনাল চিত্র সহ বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে।

ওপ্পো রেনো ৮ লাইট-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Reno 8 Lite Expected Specifications)

ওপ্পো রেনো ৮ লাইট ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি কোয়ালকমের SM6375 চিপসেট ওরফে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রেনো ৮ লাইট-এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণও করা সম্ভব হবে। এছাড়া, আপকামিং ওপ্পো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8 Lite- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের স্ন্যাপার দেওয়া হবে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8 Lite-এ ৪,৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।