Oppo Reno 8, Reno 8 Pro ভারতে লঞ্চ হচ্ছে ১৮ জুলাই, তার আগে ফাঁস দাম সহ ছবি

গত মে মাসেই ওপ্পো (Oppo) হোম মার্কেট চীনে উন্মোচন করেছে তাদের পরবর্তী প্রজন্মের Reno 8 সিরিজটি। চীনে লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় যে, এই লাইনআপের ডিভাইসগুলি শীঘ্রই ভারতীয় বাজারেও উন্মোচিত হবে। সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১৮ জুলাই এই সিরিজের অধীনে Opoo Reno 8 এবং Reno 8 Pro মডেল দুটি এদেশে উন্মোচিত হবে। তবে এবার লঞ্চের আগে Oppo Reno 8, Oppo Reno 8 Pro-এর মূল্য এবং কিছু রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে৷ এই হ্যান্ডসেটের ভারতীয় ভ্যারিয়েন্টের রেন্ডারগুলি এর ডিজাইনে কিছু পরিবর্তন প্রদর্শন করলেও, সামগ্রিকভাবে ফোনটি চীনে লঞ্চ হওয়া মডেলের মতোই হবে বলে আশা করা হচ্ছে৷ Oppo Reno 8 Pro-এর ভারতীয় সংস্করণটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে এবং এর ক্যামেরা আইল্যান্ডে মারিসিলিকনএক্স (MariSiliconX) ব্র্যান্ডিংটি দেখা যাবে। রেন্ডারগুলি থেকে আরও জানা যাচ্ছে যে, আসন্ন Oppo Reno 8 Pro কমপক্ষে দুটি কালার অপশনে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

ভারতে ওপ্পো রেনো ৮, রেনো ৮ প্রো-এর সম্ভাব্য দাম (Oppo Reno 8, Reno 8 Pro Expected Price in India)

টিপস্টার সুধাংশু অম্বোরে জানিয়েছে, ভারতে ওপ্পো রেনো ৮ ফোনের দাম শুরু হবে ২৯,৯৯০ টাকা থেকে। এই মূল্য রাখা হবে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩১,৯৯০ টাকা ও ৩৩,৯৯৯০ টাকা।

অন্যদিকে, ওপ্পো রেনো ৮ প্রো-এর ভারতীয় মডেলের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম হতে পারে ৫২,৯৯০ টাকা। উল্লেখ্য, রেনো ৮ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৫০০ টাকা) মূল্যে চীনে লঞ্চ করা হয়েছিল।

প্রসঙ্গত সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৮ প্রো প্লাস মডেলটি রেনো ৮ প্রো-এর ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে। চীনে রেনো ৮ প্রো প্লাস হ্যান্ডসেটের টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৩৫০ টাকা)। এই রিপোর্টটিকে যথাযথ বলেই মনে করা হচ্ছে, কারণ আন্তর্জাতিক বাজারে টাকার মূল্যের পরিবর্তনকে বিবেচনা করলে চীনা রেনো ৮ প্রো প্লাস মডেল এবং ভারতীয় রেনো ৮ প্রো-এর দাম যথেষ্ট কাছাকাছি। এর পাশাপাশি, প্রো প্লাস মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত হবে, যেটি প্রো মডেলের ভারতীয় সংস্করণে থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে Oppo Reno 8 Pro-এর ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, হ্যান্ডসেটটির পিছনের প্যানেলের সামগ্রিক ডিজাইনটির মধ্যে কোনও পার্থক্য নেই বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র মারিসিলিকন এক্স (MariSiliconX) ব্র্যান্ডিংটি এলইডি ফ্ল্যাশ এবং টারশিয়ারি সেন্সরের মাঝখান থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি রিয়ার ক্যামেরার ঠিক নীচে স্থানান্তরিত হয়েছে। এছাড়া, ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউটটি ওপরের বাম কোণ থেকে কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতে আগামী ১৮ জুলাই Oppo Reno 8 এবং Reno 8 Pro-এর লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে Oppo Pad Air ট্যাবলেট এবং Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোনটির ওপর থেকেও পর্দা সরানো হবে বলে জানা গেছে।