Oppo Reno 8 Pro+ আসছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ, ফাঁস করল TENAA

গত সপ্তাহেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের ডেটাবেসে PFZM10 মডেল নম্বর সহ একটি নতুন ওপ্পো হ্যান্ডসেট তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনটি MediaTek…

গত সপ্তাহেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের ডেটাবেসে PFZM10 মডেল নম্বর সহ একটি নতুন ওপ্পো হ্যান্ডসেট তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনটি MediaTek Dimensity 8100-MAX চিপসেট দ্বারা চালিত হবে। এর আগে ফাঁস হওয়া রিপোর্টকে বিশ্বাস করলে, এটি Oppo Reno 8 সিরিজের অন্তর্ভুক্ত Reno 8 Pro+ মডেলটি হতে পারে, যেটি আগামী ২৩ মে Oppo Reno 8 এবং Reno 8 Pro হ্যান্ডসেটগুলির সাথে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে এখন Reno 8 Pro+ ফোনটি চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করলো। আর সেই সাথে টেনা-এর ডেটাবেসে আপকামিং ওপ্পো ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটিও প্রকাশিত হয়েছে।

Oppo PFZM10-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Oppo PFZM10-এর টেনা (TENAA) তালিকাটি প্রকাশ করেছে যে, এটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে, যা ১,০৮০x ২,৪১২ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। শোনা যাচ্ছে যে এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি /১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, ওপ্পো চায়না (Oppo China)-এর ওয়েবসাইটে উপলব্ধ স্মার্টফোনের প্রি-অর্ডার তালিকায় বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই তিনটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। এছাড়া, আসন্ন ওপ্পো রেনো ফোনটি জিয়াওইয়াওকিং (মিন্ট), রোমিং গ্রে এবং আন্ডারকারেন্ট (কালো) – এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Oppo PFZM10 বা Oppo Reno 8 Pro+-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে। সেলফির জন্য, এই ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo PFZM10-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, হ্যান্ডসেটটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। Oppo PFZM10 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস (ColorOS) কাস্টম স্কিনে রান করবে। এতে নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। তবে বর্তমানে ডিভাইসটির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।