Oppo Retractable: বেরিয়ে আসছে ক্যামেরা সেন্সর, নয়া প্রযুক্তির ফোন আনছে ওপ্পো

প্রতি বছরই, নামীদামী স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে কোনো না কোনো অত্যধুনিক প্রযুক্তির সাথে বাজারে লঞ্চ করছে। কখনও তাতে থাকছে লেটেস্ট চিপসেট, তো আবার কখনও দেখা যাচ্ছে একেবারেই নতুন ও বিশেষ কোনো প্রযুক্তির ব্যবহার, যার প্রচলন মার্কেটে এর আগে ছিল না। এই প্রবহমান ট্রেন্ডে গা ভাসিয়েই চলতি বছরে, জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি, ওপ্পোর (Oppo) হাত ধরে বাজারে আসতে চলেছে একটি নতুন ও অভিনব ফিচারযুক্ত স্মার্টফোন। ব্যবহৃত বিশেষ ফিচারটি সম্ভবত ফোনটিতে এক আলাদা মাত্রা যোগ করবে, যা এটিকে কোম্পানির পূর্ববর্তী ফোনগুলির তুলনায় বেশ অনেকটা এগিয়ে রাখবে। সম্প্রতি, ওপ্পোর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে প্রকাশিত আসন্ন ফোনটির একটি টিজার ভিডিওর মাধ্যমে এই তথ্য ফাঁস হয়েছে।

চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে, আকর্ষণীয় নতুন মডেলটির একটি ছোট টিজার ভিডিও শেয়ার করেছে, যদিও এই বিশেষ বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোনটির নাম এখনও অবধি প্রকাশ্যে আনেনি। তবে, ভিডিওটি প্রাথমিকভাবে ডিভাইসটির পিছনের ক্যামেরা মডিউলের উপর ফোকাস করেই বানানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়ার প্যানেলে প্রাথমিক শ্যুটারটি একটি প্রত্যাহারযোগ্য (Retractable) ক্যামেরা মডিউলে রাখা রয়েছে। কোম্পানির তরফে এই বিশেষ ফিচারটিকে ‘ওপ্পো রিট্রাক্টেবেল ক্যামেরা’ (Oppo Retractable Camera) নাম দেওয়া হয়েছে, পাশাপাশি জানানো হয়েছে, এটি একটি স্ব- উন্নতিকারক (Self-developed) ক্যামেরা প্রযুক্তি।

টিজার ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, বড় ইমেজ সেন্সরটি তার ক্যামেরা মডিউল হাউজিং ভেদ করে উপরে উঠে আসছে। কোম্পানি মূলত এই উত্থাপন এবং প্রত্যাহার ক্ষমতা বিশিষ্ট বিশেষ ক্যামেরা ফিচারটিতে দৃষ্টি আকর্ষণের জন্যই এই ডেমো ভিডিওটি শেয়ার করেছে। উল্লম্বভাবে উপরে না উঠে এসে, এই বিশেষ সেন্সরটি অনুভূমিকভাবে প্রসারিত হয় এবং এটি একটি যান্ত্রিক সিস্টেমে স্থাপন করা হয়েছে, যেটি সম্ভবত ক্যামেরা অ্যাপে নির্দিষ্ট শুটিং মোড চালু করার পরই সক্রিয় হবে। অবশ্য, ক্যামেরা ওপেন করার সাথে সাথেও এই রিট্রাক্টেড ভার্সনটি সক্রিয় হতে পারে যা ফোনটিকে আরও পাতলা, সুন্দর ও চিত্তাকর্ষক একটি গঠন দিতে সক্ষম হবে।

লক্ষণীয় বিষয় হল, ভিডিওটিতে কোম্পানি ড্রপ টেস্টের মাধ্যমেও এই মডিউলের স্থায়িত্ব প্রদর্শন করে দেখিয়েছে। সেন্সরটি প্রসারিত করার সময় ও উত্থাপিত করার এটির উপর জল ছিটিয়ে সেটটির ডিজাইন সংক্রান্ত ব্যবহারিকতা প্রশ্নে সমস্ত সন্দেহের অবসান ঘটানো হয়েছে। প্রত্যাহারযোগ্য এই ক্যামেরা সিস্টেমের কার্যকারিতা, একটি ভালো অপটিক্যাল ভিসন বা হাইব্রিড জুম (Hybrid Zoom) ফিচারও প্রদান করতে পারে বলে আমাদের অনুমান। যদিও এবিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলা যায় না, যেহেতু কোম্পানির তরফে এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে, আসন্ন ডিসেম্বরের ১৪ তারিখে, INNO WORLD 2021- ইভেন্ট চলাকালীন আমরা Oppo -র এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য জানার আশা রাখতে পারি।