জিএসটির প্রভাব: ১৬ টি ফোনের দাম বাড়ালো Oppo, জানুন বিস্তারিত

করোনা পরিস্থিতিতে স্মার্টফোনের দাম বাড়ালো Oppo। এই চীনা স্মার্টফোন কোম্পানিটি A1K থেকে Reno 3 Pro, মোট ১৬ টি স্মার্টফোন ভ্যারিয়েন্টের দাম বাড়িয়েছে। কোম্পানি সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত তাদের ফোনের দাম বাড়িয়েছে বলে জানা গেছে। এই দাম বাড়ানোর পিছনে জিএসটি হল কারণ। কিছুদিন আগে কেন্দ্র থেকে মোবাইলের উপর জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়। এরপরই ফোনের দাম বাড়ালো অপ্পো।

মহেশ টেলিকম থেকে টুইট করা হয়েছে :

মুম্বাইয়ের মহেশ টেলিকম থেকে আজ টুইট করে এই খবর জানানো হয়। আগামী ১ এপ্রিল থেকে এই ফোনগুলির নতুন দাম কার্যকর হবে। নতুন জিএসটি রেটের উপর ভিত্তি করে কোম্পানি এই দাম বাড়িয়েছে। ভিভো ও তাদের ফোনের দাম বাড়াতে পারে বলে জানা গেছে।

কোন ফোনের দাম কত হয়েছে :

  • Oppo A1k এর নতুন দাম হয়েছে ৭,৯৯০ টাকা, যা আগে ছিল ৭,৪৯০ টাকা।
  • Oppo A5s এর ২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ৮,৪৯০ টাকা, যা আগে ছিল ৮,৯৯০ টাকা।
  • Oppo A5s এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ১১,৯৯০ টাকা, যা আগে ছিল ১০,৯৯০ টাকা।
  • Oppo A5 2020 এর ৩ জিবি, ৪ জিবি, ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে যথাক্রমে ১২,৪৯০ টাকা, ১৩,৯৯০ টাকা ও ১৫,৯৯০ টাকা, যা আগে ছিল যথাক্রমে ১১,৪৯০ টাকা, ১২,৯৯০ টাকা, ১৪,৯৯০ টাকা।
  • Oppo A31 এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ১২,৪৯০ টাকা, যা আগে ছিল ১১,৪৯০ টাকা।
  • Oppo K1 এর নতুন দাম হয়েছে ১৫,৯৯০ টাকা, যা আগে ছিল ১৪,৯৯০ টাকা।
  • Oppo A9 2020 এর ৪ জিবি, ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে যথাক্রমে ১৫,৯৯০ টাকা ও ১৮,৪৯০ টাকা, যা আগে ছিল যথাক্রমে ১৪,৯৯০ টাকা, ১৭,৪৯০ টাকা।
  • Oppo F15 এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ২১,৯৯০ টাকা, যা আগে ছিল ১৯,৯৯০ টাকা।
  • Reno2 F, Reno2 Z, Reno2, Reno 3 Pro এর নতুন দাম হয়েছে যথাক্রমে ২৩,৪৯০ টাকা, ২৭৯৯০ টাকা, ৩৮,৯৯০ টাকা ও ৩১,৯৯০ টাকা।