১০ মিনিটে ফুল চার্জ হবে ফোন, ১২৫ ওয়াট সুপারভুক ৩.০ প্রযুক্তি আনছে Oppo

ভবিষ্যতে হয়তো আমরা এমন কোনো দিন দেখবো, যখন ফোনকে চার্জে বসানোর সাথে সাথেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আসলে স্মার্টফোন কোম্পানিগুলি এখনকার দিনে ফাস্ট চার্জিং…

ভবিষ্যতে হয়তো আমরা এমন কোনো দিন দেখবো, যখন ফোনকে চার্জে বসানোর সাথে সাথেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আসলে স্মার্টফোন কোম্পানিগুলি এখনকার দিনে ফাস্ট চার্জিং প্রযুক্তির উপর জোর বাড়াচ্ছে। গতকালই IQOO জানিয়েছিল তারা জলদি ১২০ ওয়াট এর সুপার ফাস্ট টেকনোলজি বাজারে নিয়ে আসবে। এবার জানা গেল আগামীকাল অর্থাৎ ১৫ জুলাই Oppo একটি বিশেষ ফাস্ট চার্জিং প্রযুক্তি লঞ্চ করবে, যার নাম হবে 125W SuperVOOC 3.0। গতবছর কোম্পানি ৬৫ ওয়াট সুপারভুক ২.০ লঞ্চ করেছিল।

Oppo তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ১২৫ ওয়াট সুপারভুক ৩.০ প্রযুক্তির কথা জানিয়েছে। যদিও কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল অপ্পো ৮৮ ওয়াট সুপারভুক ৩.০ এর উপর কাজ করছে। যদিও এই রিপোর্ট ভুল প্রমাণিত হয়েছে অপ্পো-র নতুন টুইটে। অপ্পো-র তরফে জানানো হয়েছে 125W SuperVOOC 3.0 প্রযুক্তির সাহায্যে ১০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ এমএএইচ এর স্মার্টফোন। জানিয়ে রাখি ৬৫ ওয়াটের প্রযুক্তিতে এই ব্যাটারি ফুল চার্জ হতে ৩০ মিনিট সময় লাগতো।

এদিকে IQOO তাদের ১২০ ওয়াটের সুপারফাস্ট প্রযুক্তি আগামী আগস্ট মাসে লঞ্চ করবে। এই প্রযুক্তির সাহায্যে মাত্র ১৫ মিনিটে ফুল চার্জ হবে ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি। আবার এই ব্যাটারিকে ৫০ শতাংশ চার্জ করতে সময় লাগবে কেবল ৫ মিনিট। এমনকি এই সুপারফাস্ট প্রযুক্তি ব্যবহার করে ফোন চার্জ দিলে ফোন গরম ও বিশেষ হবেনা।

শুধু অপ্পো বা আইকো নয়, ১০০ ওয়াটের চার্জিং টেকনোলজির বাজারে আনতে পারে রিয়েলমিও। রিয়েলমির এই টেকনোলজির নাম হতে পারে Ultra Dart। এই টেকনোলজি কোনো ৪,০০০ এমএএইচ ব্যাটারির ৩ ভাগের ১ ভাগ কেবল ৩ মিনিটে চার্জ করে দিতে পারে।