লঞ্চের একদিন আগে Oppo Watch 2 এর ডিজাইন সহ রেন্ডার ফাঁস, থাকবে কলিং ও ম্যাপ ডিরেকশন ফিচার

Oppo আগামী ২৭ শে জুলাই তাদের ঘরেলু মার্কেটে নতুন স্মার্টওয়াচ Oppo Watch 2 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই আধুনিক ঘড়িটিকে চীনের ই-কমার্স সাইট, Jd.com-এর প্রোডাক্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখান থেকে এর ফিচার আমরা জানতে পেরেছি। তবে লঞ্চের একদিন আগে এখন Oppo Watch 2 এর ডিজাইন সহ রেন্ডার ফাঁস হলো।

Oppo Watch 2 এর রেন্ডার সামনে এলো

জনপ্রিয় টিপস্টার, ইভান ব্ল্যাশ, ওপ্পো ওয়াচ ২ স্মার্টওয়াচের বেশ কয়েকটি রেন্ডার টুইট করেছেন। এর মধ্যে একটি ছবিতে দেখা গেছে, ওপ্পো ওয়াচ ২ গতবছরে লঞ্চ হওয়া এর পূর্বসূরী, ওপ্পো ওয়াচ এর মত কলিং ফিচার সহ আসবে। সম্ভবত এই ওয়াচে e-SIM সাপোর্ট করবে। যদিও মনে রাখবেন ওপ্পো ওয়াচ এর গ্লোবাল ভার্সনে e-SIM সাপোর্ট ছিল না। ফলে গ্লোবাল মার্কেটের জন্য এর উত্তরসূরীতে কলিং ফিচার সাপোর্ট থাকবে কিনা তা এক্ষুনি বলা সম্ভব না।

https://twitter.com/evleaks/status/1418828005976199173

এদিকে আরেকটি ছবিতে দেখা গেছে, Oppo Watch 2 ম্যাপ ডিরেকশন ফিচারসহ আসছে। অর্থাৎ এতে বিল্ট-ইন জিপিএস থাকবে। ছবি থেকে আরো জানা গেছে, এর ডিসপ্লে হবে কার্ভড।

এর আগে Jd.com থেকে জানা গিয়েছিল যে, Oppo Watch 2 স্মার্টওয়াচটি কোয়ালকম স্ন্যাপড্রাগন উইয়ারেবল ৪১০০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ১৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া Oppo Watch 2 বিভিন্ন স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত ফিচার সহ আসবে, যেখানে হার্ট রেট মনিটরিং সিস্টেম, স্ট্রেস মনিটরিং ইত্যাদি ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

আশা করা যায় Oppo Watch 2 ৪২মিমি ও ৪৬মিমি সাইজে লঞ্চ হবে। আবার এটি মাইন শ্যাফ্ট, গোল্ড স্যান্ড, ওয়াটার লিফ ও মাটিসে কালারে পাওয়া যাবে। এছাড়া এতে LTE সাপোর্ট, এক্সটেন্ডেড ব্যাটারি লাইফের জন্য RTOS, Oppo Relax অ্যাপ ও ColorOS অপারেটিং সিস্টেম থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন