পড়লে ভাঙবে না, জল লাগলেও নষ্ট হবে না, লঞ্চ হল Panasonic Toughbook S1 rugged tablet

জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড Panasonic, তাদের Toughbook সিরিজের লেটেস্ট মডেল Toughbook S1 rugged ট্যাবলেটের ওপর থেকে পর্দা সরালো। ছোট আকারে ‘টাফ’ ডিজাইনের সাথে আসা এই ট্যাবলেটটি Toughbook L1 এবং Toughbook A3 এর উত্তরসূরী হিসেবে এসেছে। টাফবুক সিরিজের এই ট্যাবলেটটিতে, অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ওএস সিস্টেম, অপশনাল ইন্টিগ্রেটেড বারকোড রিডার এবং অপশনাল এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ ফিচার পাওয়া যাবে। ইউজাররা, IP65 এবং IP67 ধুলো-জল রোধী সার্টিফিকেশন বিকল্পের মধ্যে থেকে ট্যাবলেটটিকে চয়ন করতে পারবেন। আসুন প্যানাসনিকের টাফবুক এস১ রাগড ট্যাবলেটটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Panasonic Toughbook S1 rugged tablet দাম ও লভ্যতা:

প্যানাসনিক টাফবুক এস১ রাগড ট্যাবলেটটি, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের একটি মাত্র ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এর দাম, ২,৪৯৯ ডলার বা আনুমানিক ১.৮২ লক্ষ টাকা। এর সাথে থাকছে, ৩ বছরের ওয়ারেন্টিও। আপাততভাবে এই মডেলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ করা হয়েছে। বিশ্ব বাজারে কবে থেকে এই ট্যাবলেটটি পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

Panasonic Toughbook S1 rugged tablet স্পেসিফিকেশন:

জাপানের ইলেক্ট্রনিক্স সংস্থা প্যানাসনিক, তাদের এই নবাগত রাগড ডিভাইসটিকে মূলত ফিল্ড ওয়ার্কারদের কথা ভেবে লঞ্চ করেছে। তাই এটি, MIL-STD-810H মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন সহ এসেছে, যা এই ডিভাইসটিকে দিয়েছে মজবুত স্ট্রাকচার। আয়তনের কথা বললে, এই ট্যাবলেটটি ১৯৩x১৩১x১৯.০৭ মিমি এবং এর ওজন ৪২৬ গ্রাম। উপরন্তু, ডিসপ্লে স্ক্রিনকে সুরক্ষিত রাখতে প্যানাসনিক তাদের এই ট্যাবলেটের বডি স্ট্রাকচারে পুরু বেজেলও রেখেছে, যা ডিভাইসটিকে দিয়েছে টাফ লুক।

টাফবুক সিরিজের এই ট্যাবলেটটিতে, ১০-পয়েন্ট ক্যাপাসিটিভ মাল্টি টাচ, গ্লোভ টাচ মোড, অ্যান্টি-রিফ্লেকটিভ (AR) স্ক্রিন ট্রিটমেন্ট এবং ৫০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস সহ ৭ ইঞ্চির WXGA ডিসপ্লে স্ক্রিন দেখা যাবে। এর রেজুলেশন, ৮০০x১,২৮০ পিক্সেল। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অপরেটিং সিস্টেমে চলবে এবং এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটটিতে ডিফল্ট রূপে ৪ জিবি LPDDR4 র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। তবে, এসডি (SD) কার্ড (২ জিবি পর্যন্ত), SDHC কার্ড (৩২ জিবি পর্যন্ত) এবং SDXC কার্ড (৬৪ জিবি পর্যন্ত) ব্যবহার করে ইউজাররা এই ডিভাইসের অনবোর্ডস্টোরেজ ইচ্ছানুসারে বাড়াতে পারবেন।

ছবি এবং ভিডিও তোলার সুবিধার্থে এই ট্যাবলেটে একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার-ফেসিং ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। সেন্সর হিসাবে এতে রয়েছে, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ (gyroscope) এবং অ্যাক্সিলোমিটার (accelerometer) অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রাগড ডিভাইসের কনেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে, ওয়াই-ফাই, ৪জি সাপোর্ট, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, এনএফসি, ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়া, এতে একটি ডকিং কানেক্টর ও একটি অপশনাল ইউএসবি টাইপ-এ হোস্ট পোর্টও পাওয়া যাবে।

প্যানাসনিকের টাফবুক এস১ রাগড ট্যাবলেটটি দুই প্রকারের ব্যাটারি ক্যাপাসিটির সাথে উপলব্ধ। যার মধ্যে, ৩,২০০ এমএএইচ ক্যাপাসিটিযুক্ত ব্যাটারিটি, ডিভাইসকে ৩ ঘণ্টার সিঙ্গেল চার্জে ৮ ঘন্টা অবধি সক্রিয় রাখবে। অন্যদিকে, ৫,৫৮০ এমএএইচ ক্যাপাসিটিযুক্ত বড়ো ব্যাটারিটি, ডিভাইসকে ৪.৫ ঘণ্টার সিঙ্গেল চার্জে ১৪ ঘণ্টা অবধি একটানা সক্রিয় রাখার ক্ষমতা রাখে। পরিশেষে, এই ট্যাবলেটটি IP65 অথবা IP67 রেটিং প্রাপ্ত হওয়ায়, এটি ধুলো এবং জল রোধী। শুধু তাই নয়, মিলিটারি স্ট্যান্ডার্ড পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার দরুন এটিতে ‘ড্রপ রেসিস্ট্যান্স’ ফিচারও বর্তমান। ফলে ৫ ফুটের উচ্চতা থেকে ডিভাইসটি পরে গেলেও এর কোনো ক্ষতি হবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন