Laptop battery: ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর সেরা উপায় জেনে নিন

বর্তমান সময়ে কর্মরত প্রায় প্রত্যেকটি মানুষকেই দিনের প্রায় বেশিরভাগ সময় ধরে ল্যাপটপে নিমগ্ন হয়ে থাকতে দেখা যায়। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে, অত্যাধিক ব্যবহার এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আপনার ল্যাপটপের ব্যাটারি লাইফ প্রভাবিত হতে পারে। আর যেহেতু ব্যাটারি যেকোনো ডিভাইসের ক্ষেত্রেই একটি অপরিহার্য তথা প্রাণস্বরূপ অংশ, সেহেতু এটি ক্ষতিগ্রস্থ হলে ল্যাপটপের কর্মক্ষমতাও সমান ভাবে প্রভাবিত হবে। তাই ল্যাপটপের ব্যাটারি লাইফ দীর্ঘমেয়াদি রাখতে, আপনারা ডিভাইসের সেটিংসে কিছু পরিবর্তন করতে পারেন। একইসাথে, নিজেদের কয়েকটি অভ্যাসও যদি পাল্টাতে পারেন, তবে ল্যাপটপের ব্যাটারির আয়ু অনেকাংশে বাড়াতে পারবেন। এক্ষেত্রে, আপনারা যদি ল্যাপটপের ব্যাটারির রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় তা না জেনে থাকেন, তবে আমাদের এই প্রতিবেদন থেকে কয়েকটি বিশেষ কৌশল জেনে নিতে পারবেন।

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়ানোর ৫টি কার্যকর উপায়

উইন্ডোজ পারফরম্যান্স ম্যানেজমেন্ট টুল ব্যবহার করুন:

উইন্ডোজ পারফরমেন্স ম্যানেজমেন্ট টুল হল একটি বেসিক সেটিংস, যা আপনার ল্যাপটপের ব্যাটারি লাইফকে প্রভাবিত করে। আপনি যদি ডিভাইসে অধিক স্পিড এবং রেস্পন্স রেট চান, তবে উক্ত সেটিংসে গিয়ে ‘বেস্ট পারফরম্যান্স’ মোড নির্বাচন করতে পারেন। এই মোড, ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা পাওয়ার অপচয়কারী অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে সীমিত করবে। ডিফল্ট সেটিংসের চেয়ে ‘বেস্ট পারফরম্যান্স’ মোড অধিক ব্যাটারি লাইফ অফার করবে। এছাড়া, ‘ব্যাটারি সেভার’ মোডও আপনারা ব্যবহার করতে পারেন। এটি হল এমন একটি মোড, যা আপনার ল্যাপটপকে কম ব্যাটারিতেও দীর্ঘক্ষণ পর্যন্ত সক্রিয় রাখতে সাহায্য করবে৷

সিস্টেম প্রেফারেন্স অ্যাপ ব্যবহার করে ম্যাকবুকের ব্যাটারি সেটিংস কাস্টমাইজ করুন:

প্রত্যেকটি ম্যাকবুকেই (MacBook) শক্তিশালী ব্যাটারির পাশাপাশি পাওয়ার সেটিংস অপশন বিদ্যমান আছে, যা ডিভাইসের ব্যাটারি লাইফ পারফরম্যান্স কাস্টমাইজ করতে ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য, ‘সিস্টেম প্রেফারেন্স’ অ্যাপ খুলুন এবং তারপরে ব্যাটারিতে ক্লিক করুন। আপনার ম্যাকবুক মডেল এবং ম্যাকওএস (MacOS) সংস্করণের উপর নির্ভর করে, ‘এনার্জি সেভার প্রেফারেন্স’ প্যানেলের অধীনে অতিরিক্ত কয়েকটি বিকল্পগুলি খুঁজে পাবেন। যেমন ম্যাকবুকের ব্যাটারি বিভাগে বিদ্যমান এনার্জি মোড অপশনের অধীনে মোট ৩টি বিকল্প পেয়ে যাবেন। যার প্রথমটি হল ‘লো পাওয়ার,’ যা ব্যাটারির আয়ু বাড়াতে এনার্জির ব্যবহার কমায়। দ্বিতীয়টি হল, ‘অটোমেটিক’ মোড, যা স্বয়ংক্রিয়ভাবে ম্যাকবুকের বেস্ট পারফরম্যান্স লেভেলর ব্যবহার করে। তৃতীয়, ‘হাই পাওয়ার’ মোড, যা ডিভাইসটি চলাকালীন সেটির কর্মক্ষমতা উন্নত করতে এনার্জির ব্যবহার বাড়ানোর কাজে লাগে।

ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য স্ক্রিন ব্রাইটনেস হ্রাস করুন:

ব্রাইটনেস কমানোর মাধ্যমে ব্যাটারি লাইভ বৃদ্ধি করার কৌশল প্রায় সকলেরই জানা। এই সাধারণ কৌশল ব্যবহার করে ল্যাপটপের ব্যাটারি অনেকাংশে সাশ্রয় করা যায়। কেননা, স্ক্রিনের উজ্জ্বলতা খুব বেশি থাকলে, তা রিপ্রোডাকশনকে প্রভাবিত করে এবং ব্যাটারি ড্রেন করতে থাকে। তাই ইনডোরে ল্যাপটপ ব্যবহার করার ক্ষেত্রে ব্রাইটনেস ৫০-৮০% এর মধ্যে সীমাবদ্ধ রাখা যথাযথ হবে।

অব্যবহৃত অ্যাপগুলি বন্ধ করুন:

ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলমান অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে বন্ধ করতে ভুলবেন না যেন। অন্যথায়, এই সকল অ্যাপ নেপথ্যে থেকে চুপিসারে কাজ চালিয়ে যাবে এবং ডিভাইসের ব্যাটারি অস্বাভাবিকভাবে ড্রেন হতে থাকবে।

চার্জিং সম্পূর্ণ হলে, চার্জিং অ্যাডাপ্টার আনপ্লাগ করুন:

ল্যাপটপ সম্পূর্ণরূপে চার্জ হয়ে যাওয়া সত্ত্বেও, বহু ব্যবহারকারী তাদের ডিভাইসকে চার্জিং কেবলের সাথে সংযুক্ত রেখে দেন। আপনাদের এই অভ্যাস কিন্তু ল্যাপটপের জন্য যথেষ্ট ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। কেননা, অতিরিক্ত পাওয়ার সাপ্লাই আপনার ল্যাপটপের ব্যাটারি লাইফকে প্রভাবিত করতে পারে। অতএব, ব্যাটারি চার্জ হয়ে গেলে, তৎক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত।