Fuel Price Hike: চার মাস পর পেট্রল-ডিজেলের দাম বাড়াল কেন্দ্র, চড়ল রান্নার গ্যাসও

দীর্ঘ ১৩৭ দিনের নিরবতা পালনের পর আজ দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম মাথা তুলল। পেট্রল এবং ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বাড়ানোর কথা ঘোষণা করল মোদি সরকার। মূল্যবৃদ্ধির পর কলকাতায় এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৫১ টাকা ও ৯০.৬২ টাকা হয়েছে। পাশাপাশি কলকাতায় রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে হয়েছে ৯৭৬ টাকা। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে হারে বেড়ে চলেছে তাতে দেশের পাঁচ রাজ্যে ভোট মিটলেই পেট্রল-ডিজেলের মূল্য যে বৃদ্ধি করা হবে, তা একপ্রকার নিশ্চিত ভাবেই বলা গিয়েছিল।

রাশিয়া ইউক্রেনের সামরিক সংঘাতে পর থেকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ব্যারেল পিছু দাম ক্রমশই চড়তে দেখা গেছে। এক সময় তা ১৩৭ ডলারে পৌঁছে যায়। আসলে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল রফতানিকারী দেশ রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এর ফলে তেলের সরবরাহে আশঙ্কা মাথা তোলায় বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দর। যদিও সৌদি আরব তেল সরবরাহ বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করে। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের মূল্য ১০০ ডলারের উপরেই ঘোরাফেরা করছে।

এদিকে দেশের রাজধানী দিল্লিতে দাম বাড়ার পর লিটার পিছু পেট্রল ও ডিজেলের মূল্য হয়েছে যথাক্রমে ৯৬.২১ টাকা ও ৮৭.৪৭ টাকা। আবার মুম্বাইতে পেট্রলের দর ১১০.৮২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৫ টাকা/লিটার। চেন্নাইতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০২.১৬ টাকা এবং ৯২.১৯ টাকা।

মূল্যবৃদ্ধির পর দিল্লির এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিত্যদিন পেট্রল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত শ্রেণীর উপর। আমি অনুরোধ করছি যাতে সরকার মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে পেট্রোপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে।” অন্যদিকে গত সপ্তাহে বেশি পরিমাণে তেলের ক্রেতা বা বাল্ক ইউজারদের জন্য লিটার প্রতি ডিজেলের দাম ২৫ টাকা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। যার বিরূপ প্রভাব পড়ে বেসরকারি তেলের পাম্পগুলিতে। মুম্বাইতে বাল্ক ইউজারদের জন্য এক লিটার ডিজেলের দাম বেড়ে হয় ১২২.০৫ টাকা।

Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago