PF-Aadhaar linking: পিএফ অ্যাকাউন্টের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন, ৩১শে আগস্ট পর্যন্ত পাবেন সময়

PF Aadhaar Linking: এবার ইপিএফের (EPF) সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার দিনক্ষণ বেঁধে দিলো কেন্দ্র। এর ফলে সকল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO) সদস্যদের আগামী ৩১শে আগস্টের (২০২১) মধ্যে নিজের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সদস্যরা ইপিএফও (EPFO) কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধার থেকে বঞ্চিত হতে পারেন। তাছাড়া প্রক্রিয়াটি এড়িয়ে গেলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে কর্মীর পিএফ (PF) খাতায় টাকা জমা করায় জটিলতা সৃষ্টি হবে।

EPFO অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক

রিটায়ারমেন্টের পরে আমাদের জীবনযাপন যাতে সহজ হয়, অর্থনৈতিক সংকটে প্রাত্যহিক বেঁচে থাকায় যাতে বিপর্যয় না নেমে আসে, সেজন্য বিভিন্ন সংস্থা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে। হঠাৎ করে কাজ চলে গেলে বা ইস্তফা দিলেও এই সঞ্চিত অর্থ তুলে নেওয়া যায়। প্রতিটি ইপিএফও (EPFO) সদস্যের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (Universal Account Number – UAN) থাকে। এটিকেই সম্প্রতি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে। খুব দ্রুত এই সংযুক্ত করার প্রক্রিয়া সেরে ফেলতে হবে। তবে এজন্য অবশ্য বেশী ঝক্কি পোহানোর দরকার নেই। বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমেও এই কাজ করা যাবে। এর জন্য কতকগুলি অত্যন্ত মামুলি নির্দেশ অনুসরণ করতে হবে যা আমরা এই প্রতিবেদনে আপনাকে জানিয়ে দেবো।

পিএফ সদস্যদের জন্য ইপিএফও (EPFO) সাম্প্রতিক ঘোষণায় জানিয়েছে যে, সামাজিক নিরাপত্তা আইনের (২০২০) ১৪২ নং ধারা অনুযায়ী নিজস্ব ইউএএন (UAN) নম্বর আধারের সঙ্গে সংযুক্ত না করলে কোন প্রতিষ্ঠানের কর্মী ইসিআর (ECR) অর্থাৎ ইলেকট্রনিক চালান কাম রিটার্নের জন্য বিবেচিত হবেন না। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যাবতীয় সুবিধা ভোগ করতে হলে কর্মীকে নিজের পিএফ-আধার সংযুক্তি নিশ্চিত করতে হবে। সদস্যদের পোর্টালে ই-কেওয়াইসি (e-KYC) পরিষেবা এবং উমঙ্গ (Umang) অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটি করা যাবে বলেও তারা জানিয়েছেন।

ইপিএফও (EPFO) অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করার পদ্ধতি

১. প্রথমে মেম্বার সেবা পোর্টালের (Member Sewa Portal) অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

২. এরপর ইপিএফ (EPF) খাতার অধিকারীকে লগ-ইন করতে হবে। এজন্য প্রদত্ত বক্সে ইউএএন (UAN) নম্বর এবং পাসওয়ার্ড এন্টার করুন।

৩. লগ-ইন করার পর ওয়েবসাইটের ড্রপ-ডাউন তালিকা থেকে কেওয়াইসি (KYC) বিকল্প ট্যাপ করতে হবে।

৪. এবার নিজের আধার এবং প্রয়োজন পড়লে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) এন্টার করুন।

শুধু এটুকুতেই আপনার আধার-পিএফ লিঙ্ক সম্পন্ন হবে না। উপরের প্রক্রিয়ায় আপনার আবেদন ‘পেন্ডিং কেওয়াইসি’ (Pending KYC) মোডে চলে যাবে। কর্মদাতা সংস্থার ছাড়পত্র পেলে পুরো প্রক্রিয়াটি সফল হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন