EPFO: ৩১শে মার্চ PF অ্যাকাউন্টের ই-নমিনেশনের শেষ তারিখ, কর্মচারীদের নির্ঝঞ্জাট থাকতে ‘রিমাইন্ডার’ দিল প্রতিষ্ঠান

PF E-Nomination: প্রভিডেন্ট ফান্ড (PF), ভারতের সমস্ত সরকারী এবং বেসরকারী সেক্টরের কর্মচারীদের জন্য খুবই জরুরী একটি বিষয়। এমনিতে ব্যাংক, পোস্ট অফিস বা বিমা প্রদানকারী সংস্থার…

PF E-Nomination: প্রভিডেন্ট ফান্ড (PF), ভারতের সমস্ত সরকারী এবং বেসরকারী সেক্টরের কর্মচারীদের জন্য খুবই জরুরী একটি বিষয়। এমনিতে ব্যাংক, পোস্ট অফিস বা বিমা প্রদানকারী সংস্থার মত যত প্রতিষ্ঠান থাক না কেন, বেশির ভাগ প্রতিষ্ঠান এবং কর্মীরা তাদের কষ্টার্জিত অর্থ প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত ও সুরক্ষিত রাখতে পছন্দ করেন; কারণ PF অ্যাকাউন্টে ১২.৫% বেতন জমা রাখা যায়, আর তার সাথে মেলে নানা সুবিধা। সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডভোগীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আবারো অনলাইন মনোনয়ন বা ই-নমিনেশনের আবেদন করার জন্য বলল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO (ইপিএফও)।

আসলে এই মাসের শেষ দিন অর্থাৎ ৩১শে মার্চ, ই-নমিনেশনের জন্য আবেদন করার শেষ তারিখ। এদিকে সম্প্রতি ইপিএফও ভারতের নাগরিকদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN (ইউএএন)-এর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি টুইটের মাধ্যমে ই-নমিনেশনের ডেডলাইন মনে করিয়ে দিয়েছে বলেই ধরে নেওয়া যেতে পারে। যাইহোক, যারা এখনো এই বিষয়টি সম্পর্কে অবগত নন তাদের জন্য রইল আমাদের আজকের প্রতিবেদন। এখানে আপনারা ই-নমিনেশনের প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

ই-নমিনেশনের প্রয়োজনীয়তা

ইপিএফও-এর টুইট অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ডের সাথে যুক্ত কর্মচারীদের পেনশন, এমপ্লয়ি ডিপোজিট-লিঙ্কড ইন্স্যুরেন্স (EDLI) স্কিম এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য ই-নমিনেশন প্রয়োজন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে বিয়ের পরে পিএফ (PF) অ্যাকাউন্টের জন্য অনলাইন মনোনয়ন প্রয়োজন। এর জন্য কোনও নথি বা অনুমোদনের প্রয়োজন নেই৷

কিভাবে প্রভিডেন্ট ফান্ডের জন্য ই-নমিনেশন করবেন?

১. এর জন্য আপনাকে প্রথমে আপনাকে ইপিএফও-এর ​​ওয়েবসাইট ‘https://epfindia.gov.in/’-এ যেতে হবে।

২. এখান থেকে সার্ভিসে ক্লিক করে ‘ফর এমপ্লয়েড’ বিভাগে যেতে হবে।

৩. এরপর ‘ফর এমপ্লয়িজ’ পেজ থেকে ‘সার্ভিস’ বিভাগে যেতে হবে এবং ‘মেম্বারস ইউএএন/অনলাইন সার্ভিস (ওসিএস/ওটিসিপি)’ বিকল্পটি বেছে নিতে হবে।

৪. ইউএএন এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

৫. উপরোক্ত ধাপগুলি সম্পন্ন হলে ম্যানেজ ট্যাবে ক্লিক করুন এবং ‘ই-নমিনেশন’ বিকল্পটি নির্বাচন করুন।

৬. ‘প্রোভাইড ডিটেইলস’ ট্যাবের নিচে ডিটেইলস লিখুন এবং সেভ বাটনে ক্লিক করুন।

৭. এরপর ‘অ্যাড ফ্যামিলি ডিটেইলস’ অপশনে গেলে পছন্দমত নমিনি যুক্ত করার সুবিধা পাওয়া যাবে।

৮. এখান থেকে ‘সেভ ইপিএফ/ইডিএলআই’ নমিনেশনে ক্লিক করুন এবং’ ই-সাইন ফর ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (OTP)-এ ক্লিক করে প্রক্রিয়া সম্পন্ন করুন।