PF Aadhaar Link: ঘরে বসেই আধার কার্ডের সাথে পিএফ লিঙ্ক করুন, আজই শেষ সুযোগ

আধার কার্ডের সাথে EPF কীভাবে লিঙ্ক করবেন জেনে নিন

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও (EPFO) কয়েক মাস আগে জানিয়েছিল যে, ২০২৩ সালের ১ জুনের আগে ব্যবহারকারীদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (PF Aadhaar Link) করতে হত। ফলে আজকের মধ্যেই আপনাকে আধার লিঙ্ক করতে হবে। নইলে ২০২৩ সালের ১ জুন থেকে আপনাকে নানান সমস্যায় পড়তে হতে পারে। এখন প্রশ্ন হল কীভাবে PF অ্যাকাউন্টের সাথে Aadhaar লিঙ্ক করা যাবে।

আধার কার্ডের সাথে EPF কীভাবে লিঙ্ক করবেন

স্টেপ ১: আধার কার্ডের সাথে EPF লিঙ্ক করতে সর্বপ্রথম আপনাকে EPFO মেম্বার হোম অথবা e-SEWA পোর্টাল, https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ ভিজিট করুন।

স্টেপ ২: এবার UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।

স্টেপ ৩: এবার Manage সেকশনে যান এবং KYC বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪: এর পরে, আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনাকে EPF অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য Aadhaar বিকল্পটি নির্বাচন করতে হবে।

স্টেপ ৫: এর পরে আপনাকে আধার নম্বর দিতে হবে এবং আপনার নাম লিখতে হবে। এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৬: এবার ইউআইডিএআই এর ডেটার সাথে আধার তথ্য যাচাই করা হবে।