OnePlus Nord সিরিজের ফোনের সাথে ভারতে আসছে OnePlus U1S LED TV

কয়েকদিন আগে OnePlus ভারতে তাদের স্মার্টটিভি লাইনআপকে সম্প্রসারিত করার লক্ষ্যে তার সাশ্রয়ী মূল্যের Y সিরিজ লাইনআপে একটি নতুন স্মার্টটিভি, OnePlus TV 40Y1 লঞ্চ করেছিল। সংস্থাটি এখন ভারতে তার প্রিমিয়াম U-সিরিজের অধীনে আরও একটি স্মার্টটিভি ভারতে আনছে বলে শোনা যাচ্ছে। এই U-সিরিজের হাত ধরেই OnePlus কয়েক বছর আগে স্মার্টটিভি সেগমেন্টে প্রবেশ করেছিল।

টিপস্টার যোগেশ MySmartPrice কে‌ জানিয়েছে, সংস্থাটি ভারতে আগামী ১০ জুন OnePlus U1S LED TV লঞ্চ করতে পারে। আসন্ন ওয়ানপ্লাস টিভিটি ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি-এই তিনটি স্ক্রিনসাইজে মার্কেটে উপলব্ধ হবে। তিনটি ভ্যারিয়েন্টই 4K স্ক্রিন রেজোলিউশন সহ আসবে। ডিসপ্লেটি HDR 10+, HLG, এবং MEMC (৬০ হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত) ফিচারযুক্ত হবে। শুধু তাই নয়, এই টিভিটিতে ডলবি অডিও সহ ৩০ ওয়াট স্পিকার Dynaudio-র সাথে যৌথভাবে যুক্ত থাকবে। আবার টিভিটি অ্যান্ড্রয়েড ১০ টিভি অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

যোগেশ আরও জানিয়েছেন যে, OnePlus U1S LED TV স্মার্টটিভিতে একটি মিডিয়াটেক প্রসেসর থাকবে। এতে পাওয়া যাবে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ। এই টিভির ডিসপ্লে ৯৫% স্ক্রিন-টু-বডি রেশিও, ৬০ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিট ব্রাইটনেস, ১.০৭ বিলিয়ন কালারস, ৯৩% DCI-P3 কালার গ্যামেট অফার করবে। এতে DLED (ডাইরেক্ট LED) প্যানেল ব্যবহার করা হবে। আসন্ন এই টিভিতে একটি নতুন লাইভ টিভি সেকশন সহ একটি ব্লু লাইট মোডও থাকবে। সংস্থাটি OnePlus TV 40 Y1-এ প্রথম এই ফিচারটি চালু করেছে।

যোগেশের মতে, আসন্ন OnePlus U1S সিরিজটি সম্প্রতি দেশে লঞ্চ হওয়া Redmi স্মার্টটিভিকে জোর টক্কর দেবে। তিনি জানিয়েছেন যে, আসন্ন ওয়ানপ্লাস টিভিগুলির দাম Redmi X সিরিজের স্মার্টটিভির তুলনায় ২-৩ হাজার টাকা বেশি হবে। তার দাবি OnePlus U1S LED TV এর ৫০ ইঞ্চি মডেলটি ৩৬,৯৯৯ টাকার নীচে, ৫৫ ইঞ্চি মডেলটি ৪২,৯৯৯ টাকার নীচে এবং ৬৫ ইঞ্চি মডেলটি প্রায় ৫৯,৯৯৯ টাকার আশেপাশে মার্কেটে উপলব্ধ হবে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস এখনও এই টিভির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি। সংস্থাটি ১০ জুন বা ২৫ জুন ভারতে OnePlus Nord সিরিজের নতুন ফোন লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে ওইদিন এই টিভিটিও লঞ্চ হবে।

তবে এছাড়াও জানা গেছে যে, সংস্থাটি‌ ১০৮০ পি-এ Google Duo ভিডিও কল সাপোর্ট সহ ও একটি বিল্ট-ইন মাইক্রোফোনযুক্ত টিভি ক্যামেরা লঞ্চ করবে। MySmartPrice ও টিপস্টার যোগেশ মিলিতভাবে জানিয়েছে যে, OnePlus Webcam খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে। এতে ফিক্সড ফোকাস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ফিজিক্যাল ক্যামেরা শাটার থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন