অ্যাওয়ার্ড উইনিং Philips Fidelio T1 ওয়্যারলেস ইয়ারফোন এবার বাজারে লঞ্চ হল, দাম জেনে নিন

সম্প্রতি Philips চীনে বাজেট রেঞ্জে দু-দুটি স্মার্টফোন – Philips PH1 এবং Philips PH2 লঞ্চ করার পর, এবার সংস্থাটি সেদেশে একটি প্রিমিয়াম রেঞ্জের ইয়ারফোনের ওপর থেকে পর্দা সরালো, যার নাম Philips Fidelio T1। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সহ আসা নয়া এই ইয়ারবাডের চার্জিং কেসেও রয়েছে একটি প্রিমিয়াম লুক। একবার চার্জে এটি ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সংস্থার দাবি, ইয়ারফোনটির বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের জন্য এটি ২০২১ সালের Red Dot Design Award জিতেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Philips Fidelio T1 ইয়ারবাডের দাম ও স্পেসিফিকেশন।

Philips Fidelio T1 ইয়ারবাডের দাম ও লভ্যতা

চীনে ফিলিপস ফিডেলিও টি১ ইয়ারবাডের দাম ধার্য হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,০০০ টাকা)। কিন্তু সীমিত সময়ের জন্য এটি অফারে ১,৬৯৯ ইউয়ানে (প্রায় ১৯,৮০০টাকা) পাওয়া যাচ্ছে। ব্ল্যাক এবং সিলভার এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারফোনটি। উল্লেখ্য, ব্ল্যাক কালারের ইয়ারফোনটি ব্ল্যাক লেদার ফিনিশ এবং সিলভার ভ্যারিয়েন্টটি ব্রাউন কালার লেদার ফিনিশের সাথে এসেছে। ইয়ারফোনটির সাথে দেওয়া হচ্ছে ৬ জোড়া সিলিকনের ইয়ারটিপ এবং তিন জোড়া স্পঞ্জ স্লিভ।

Philips Fidelio T1 ইয়ারবাডের ডিজাইন, স্পেসিফিকেশন

বাজার চলতি অন্যান্য ইয়ারফোনের চার্জিং কেসের মতো ফিলিপস ফিডেলিও টি১ ইয়ারবাডের চার্জিং কেস মোটেই একরকম দেখতে নয়। প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এটি ব্রাশ অ্যালুমিনিয়াম অ্যালয় কেসিংয়ের সাথে এসেছে। এর চার্জিং কেসের ঢাকনায় রয়েছে লেদার-লাইক ফিনিশ। নয়া ইয়ারফোনের স্পেসিফিকেশনের কথা বললে, এতে উপস্থিত ব্লুটুথ ৫.২। এছাড়া ইয়ারবাডটি আইপিএক্স৪ রেটিংপ্রাপ্ত হওয়ায় জলের ছিটে থেকে সুরক্ষা দেবে। নয়া ইয়ারবাডটিতে রয়েছে ৩এমএম ড্রাইভার। নয়েজ রিডাকশনের জন্য ২টি এবং কল করার জন্য এতে থাকছে তিনটি মাইক্রোফোন। এতগুলি মাইক্রোফোন থাকার দরুন ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং এনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন উভয় ফিচার সমর্থন করবে।

এখানে বলে রাখি, হাই রেট সার্টিফাইড এই ইয়ারবাডটি LDAC এবং aptX কোডেক সাপোর্ট করে। পাশাপাশি এটি ৯৯০ কেবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ ট্রান্সমিট করতে সক্ষম। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০ হার্টজ থেকে ৪০ হাজার হার্টজ।

Philips Fidelio T1 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এএনসি ফিচার অন থাকলে এটি ১৩ ঘণ্টা এবং এএনসি ফিচার অফ থাকলে ৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। পরিশেষে বলি, এর চার্জিং কেসটিকে ইউএসবি টাইপ সি পোর্ট এবং ওয়্যারলেস কিউআই প্রটোকল উভয় মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব।