Philips PH1: 6 হাজারের কমে ডুয়েল ক্যামেরা ও বড় ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করল ফিলিপস

Philips PH2-এর পর এবার Philips PH1৷ গত সপ্তাহে চীনের বাজারে PH2 মডেলের স্মার্টফোন নিয়ে এসেছিল ফিলিপস। ভারতীয় মুদ্রায় যার দাম ছিল ৯৫৪২ টাকা। সংস্থাটি এখন তার থেকেও কম মূল্যে PH1 বলে একটি নতুন হ্যান্ডসেট ঘোষণা করেছে। যার দাম টাকার অঙ্কে ৫৯৫৯ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটি একটি এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন। Philips PH1-এর ফিচারগুলির মধ্যে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, Unisoc T310 প্রসেসর, এবং বড় ব্যাটারি উল্লেখযোগ্য।

ফিলিপস পিএইচ১ স্পেসিফিকেশনস ও ফিচার্স (Philips PH1 Specifications and Features)

ডুয়েল সিমের ফিলিপস পিএইচ১ ফোনে ৬.৫১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনের নচের ভিতরে ৫ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেল + ৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফিলিপস পিএইচ১ অ্যান্ড্রয়েডে রান করবে। কিন্তু কোন ভার্সনে সেটা অজানা। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। সিকিউরিটি ফিচার হিসেবে রয়েছে ফেস আনলক অপশন।

Philips PH1 এর অভ্যন্তরে ইউনিসক টি৩১০ প্রসেসর রয়েছে৷ এটি ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি / ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। ফোনে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি আছে৷ এতে ফাস্ট চার্জিংয়ের বিকল্প অনুপস্থিত৷ ফিলিপস পিএইচ১ এর ওজন ১৯৪ গ্রাম ও পরিমাপ ১৬৫.৫x৭৬.৫x৯.৫ মিমি।

ফিলিপস পিএইচ১ দাম ও লভ্যতা (Philips PH1 Price and Availability)

ফিলিপস পিএইচ১ এর ৪ জিবি + ৩২ জিবি, ৪ জিবি + ৬৪ জিবি এবং ৪ জিবি + ১২৮ জিবি মেমরি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫৯৫৯ টাকা), ৫৬৯ ইউয়ান (প্রায় ৬,৭৫৯ টাকা), এবং ৭৬৯ ইউয়ান (প্রায় ৯.১৮৪ টাকা)। এটি কালো, লাল, ও সাদা রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। Philips PH1 বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ করা হবে, তা এখনও জানা যায়নি।