ইনস্যুরেন্স ব্রোকিং ছাড়পত্র পেলো PhonePe – আপনার কি সুবিধা হবে জেনে নিন

দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট অপারেটর সংস্থা ফোনপে (PhonePe) সম্প্রতি ফুল স্ট্যাক ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার হিসেবে যাত্রা শুরুর পথে আরো একধাপ এগিয়ে গেলো। ইন্ডাস্ট্রি নিয়ামকদের তরফে ফোনপে সদ্য ইনস্যুরেন্স ব্রোকিং লাইসেন্স লাভ করেছে। এর ফলে সংস্থাটি এবার থেকে সমস্ত সেরা কোম্পানির পলিসি সরবরাহ করতে পারবে। এমনকি ভবিষ্যতে তারা ক্রেতাদের পলিসি সম্পর্কে সুপারিশ করতেও সক্ষম হবে।

অবগতির জন্য জানিয়ে রাখি, ওয়ালমার্টের (Walmart) মালিকানাধীন ফ্লিপকার্ট (Flipkart) গ্রুপের অংশ ফিনটেকের (Fintech) উদ্যোগ হিসেবেই ফোনপে’র পরিচিতি। গতবছর থেকেই সংস্থাটি কর্পোরেট এজেন্ট হিসেবে ইনস্যুরেন্স পলিসি বিক্রি শুরু করে। এক্ষেত্রে তারা জীবন, স্বাস্থ্য এবং সাধারণ তিনটি শ্রেণীর বীমা সরবরাহ শুরু করে। এই প্রতিটি শ্রেণীতে আবার তিনটির মধ্যে যে কোনো একটি কোম্পানিরর বীমা পলিসি বেছে নেওয়ার সুযোগ থাকতো। ইনস্যুরেন্স ব্রোকিংয়ের ছাড়পত্র পাওয়ার ফলে এবার অফারের বৈচিত্র আরো বাড়বে বলে ফোনপে সংস্থার উপরমহল জানাচ্ছেন।

PhonePe বীমা বিভাগের প্রধান গুঞ্জন ঘাই তার একটি বক্তব্যে জানিয়েছেন, “পরিষেবার সঙ্গে গভীরভাবে জড়িত আমাদের উপভোক্তাদের জন্য আমরা আগামী দিনে আরো আকর্ষণীয় প্রোডাক্ট সামনে আনতে চাই যা সরবরাহের দায়িত্ব থাকবে সেরা ইনস্যুরেন্স কোম্পানিগুলির উপরে।” একইসাথে তিনি পরিষেবাকে আরো জোরদার করে তোলার বিষয়ে উপভোক্তাদের প্রতিশ্রুতি দিয়েছেন।

গত দুই বছরে ফোনপে ভারতের অন্যতম অগ্রগামী ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী রূপে উঠে এসেছে। এবার তারা সম্পূর্ণ ফুল-স্ট্যাক ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে। গত সপ্তাহে সংস্থাটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইন-প্রিন্সিপাল (in-principle) লাইসেন্স প্রাপ্তির কথা ঘোষণা করে। এবার ব্রোকিং লাইসেন্স পাওয়ার ফলে তারা আলোচ্য মহলে আরো দৃঢ় বাণিজ্যিক ভিত তৈরী করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন