কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের কোল্ড ড্রিঙ্ক পান না করতে বলা হচ্ছে, কারণ এতে ইবোলা…

Pib Fact Check Announce Waring About Fake Whatsapp Message Claiming Ebola Virus In Cold Drink

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের কোল্ড ড্রিঙ্ক পান না করতে বলা হচ্ছে, কারণ এতে ইবোলা ভাইরাস রয়েছে। মেসেজে দাবি করা হয়েছে, এটি ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে। তবে পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে যে, এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ব্যবহারকারীদের ঠান্ডা পানীয় পান না করার জন্য কোনও পরামর্শ জারি করেনি।

ভুয়ো মেসেজে হায়দরাবাদ পুলিশের কথা উল্লেখ করে গোটা ভারতে এই তথ্য ফরোয়ার্ড করতে বলা হচ্ছে। ভাইরাল হওয়া ভুয়ো মেসেজে বলা হয়েছে, মাজা, কোকাকোলা, সেভেন আপ, পেপসির মতো কোমল পানীয় প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কর্মীর শরীরে ইবোলা ভাইরাসে আক্রান্ত রক্ত মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই মেসেজে আরও বলা হয়েছে, একটি টিভি চ্যানেলকে কোমল পানীয়তে ভাইরাসের রিপোর্টও দেখানো হয়েছে।

ভুয়া হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে সুরক্ষিত থাকুন

১. প্রথমত, প্রেরককে যাচাই করা জরুরি। এর জন্য আপনি প্রেরকের প্রোফাইল পরীক্ষা করতে পারেন।

২. মেসেজের কোনো লিংকে ক্লিক করবেন না। অনেক সময় এই ধরনের লিংক আসল মনে হলেও এগুলিতে ক্লিক করলে আপনার বড় ক্ষতি হতে পারে।

৩. আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য বা পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে কোনও অজানা প্রেরকের সাথে শেয়ার করবেন না।

৪- হোয়াটসঅ্যাপে কোনও ভুয়ো মেসেজ পেলে সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করুন এবং সংশ্লিষ্ট দফতরে জানান।

৫. আপনার হোয়াটসঅ্যাপ সবসময় আপডেটেড রাখুন।