Honda Shine 125 নাকি Hero Passion Pro XTEC? মাইলেজে কোন মোটরসাইকেল সেরা

সম্প্রতি হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) ভারতে তাদের ১২৫ সিসির বাইক Honda Shine 125 নয়া ভার্সনে লঞ্চ করেছে। যার মূল্য ৭৯,৮০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আপডেট হিসেবে বাইকটি OBD2 নির্গমন বিধির ইঞ্জিন পেয়েছে। বাজারে যার মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hero Passion Pro XTEC। এই প্রতিবেদনে মোটরসাইকেলটি দু’টির তুলনামূলক আলোচনা করা হল।

Honda Shine 125 vs Hero Passion Pro XTEC : ডিজাইন ও কালার

হোন্ডা শাইন ১২৫-তে রয়েছে সাদামাটা ডিজাইন। যেখানে প্যাশন প্রো এক্সটেক-এ উপস্থিত তরুণ প্রজন্মের মন মাতানো স্টাইল। এর ট্যাঙ্ক শ্রাউড এবং বডিতে গ্রাফিক্সের কারুকার্য ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। হোন্ডা শাইন ১২৫ পাঁচটি রঙের বিকল্পে অফার করা হয়েছে – ব্ল্যাক, গেনি গ্রে মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে, রেবেল রেড মেটালিক এবং ডিসেন্ট ব্লু মেটালিক। অন্যদিকে হিরো প্যাশন প্রো এক্সটেক তিনটি কালার অপশনে বেছে নেওয়া যায় – ক্যান্ডি ব্লেজিং রেড, ফোর্স সিলভার ও পোলেস্টার ব্লু।

Honda Shine 125 vs Hero Passion Pro XTEC : ইঞ্জিন ও মাইলেজ

Honda Shine 125-এ রয়েছে একটি ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ১০.৫ বিএইচপি শক্তি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে Hero Passion Pro XTEC-এর ১১৩.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন থেকে ৯ বিএইচপি শক্তি এবং ৯.৭ এনএম টর্ক পাওয়া যায়। প্রথমটির ক্ষেত্রে প্রতি লিটারে মাইলেজ ৫০ থেকে ৬০ কিলোমিটার। যেখানে দ্বিতীয় মডেলটি এক লিটার পেট্রোলে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার ছোটে।

Honda Shine 125 vs Hero Passion Pro XTEC : হার্ডওয়্যার ও ফিচার্স

Shine 125 এবং Passion Pro XTEC-এ উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং লোডেড রিয়ার শক অ্যাজার্বার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে পেছনে ড্রাম ব্রেক সহ সামনে ড্রাম এবং ডিস্ক অপশনে উপলব্ধ বাইক দুটি। ফিচারের প্রসঙ্গে বললে হিরোর মডেলটিতে রয়েছে এলইডি হেডল্যাম্প, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যেখানে হোন্ডার বাইকে উপস্থিত বেসিক অ্যানালগ ইউনিট।

Honda Shine 125 vs Hero Passion Pro XTEC : দাম

নতুন Honda Shine 125-এর মূল্য ৭৯,৮০০ টাকা থেকে শুরু করে ৮৩,৮০০ টাকা পর্যন্ত গিয়েছে। যেখানে Hero Passion Pro XTEC কিনতে ৭৮,৫২৮ টাকা থেকে ৮২,৯২৮ টাকা খরচ পড়বে। উপরের প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী।