নতুন Bajaj Platina 110 ABS এর বদলে দেখবেন নাকি এই বাইকগুলি? সস্তায় ফায়দা

বাজাজ অটো (Bajaj Auto) সম্প্রতি ভারতে নতুন আপডেটের সঙ্গে ননতুন Platina 110 ABS লঞ্চ করেছে। যার দাম ৭২,২২৪ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। কমিউটার সেগমেন্টে…

বাজাজ অটো (Bajaj Auto) সম্প্রতি ভারতে নতুন আপডেটের সঙ্গে ননতুন Platina 110 ABS লঞ্চ করেছে। যার দাম ৭২,২২৪ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। কমিউটার সেগমেন্টে এটাই প্রথম বাইক যা সিঙ্গেল চ্যানেল এবিএস সহ হাজির হয়েছে। যদিও ১১০ সিসির বাইকে এবিএস-এর প্রয়োজন পড়ে না। তবে এটি যে বাইকটির বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে তা বলার অপেক্ষা রাখে না। যদি আপনি এই বাইকটি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে প্ল্যাটিনার বিকল্প পাঁচটি মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করা হল।

Bajaj CT 110X

সর্বপ্রথম Bajaj CT 110X-এর নাম নেওয়া যেতে পারে। এর কারণ এটি ক্যাফে রেসার বাইকের অনুভূতি দেয়। হেড লাইট কাউল থেকে গেইটার ফর্ক এবং পেছনের অংশ, সর্বত্রই রয়েছে কালো রঙের ছোঁয়া। রাগেড স্টাইল নজর কাড়ে। এতে উপস্থিত একটি ১১৫ সিসি DTS-i ইঞ্জিন। যা থেকে ৮.৪ বিএইচপি এবং ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির দাম ৫৯,১০৪ টাকা (এক্স-শোরুম)।

TVS Sport

সেল্ফ-স্টার্ট অ্যালয় হুইল যুক্ত বাইকটি TVS Sport তালিকার দুই নম্বরে জায়গা পেয়েছে। এটি ‘এশিয়া বুক অফ রেকর্ডস’-এর বিচারে সেরা জ্বালানি সাশ্রয়কারী বাইকের তকমা পেয়েছে। ১ লিটার পেট্রোলে এর মাইলেজ ৭৫ লিটার। কিক স্টার্টার এবং সেল্ফ স্টার্টার – এই দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ বাইকটি। এদের মূল্য যথাক্রমে ৬৪,০৫০ টাকা ও ৬৯,২৯৩ টাকা (এক্স-শোরুম)।

Honda CD 110 Dream Deluxe

Honda CD 110 Dream Deluxe হল এই তালিকার অপর একটি বাইক। এরও মাইলেজ যথেষ্ট সন্তোষজনক। এই দুর্মূল্যের বাজারে ১ লিটার পেট্রোলে ৬৫ কিলোমিটার দৌড়য় এটি। বাইকটির কার্ব ওয়েট মাত্র ১১২ কেজি। এর দাম ৭০,৩১৫ টাকা।

TVS Radeon

এই তালিকায় Sport-এর পর টিভিএস-এর আরও একটি বাইক জায়গা করে নিয়েছে। যা হল TVS Radeon। এর মিড-স্পেক ভ্যারিয়েন্টটি সম্প্রতি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ লঞ্চ হয়েছে। ড্রাম ব্রেক মডেলটির মূল্য ৭৪,৮০৪ টাকা। সামনে ডিস্ক ব্রেক যুক্ত ভার্সনটির দাম ৭৮,৮০৪ টাকা। আবার এর বেস ভ্যারিয়েন্টটির দর ৬০,৯২৫ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এতে উপস্থিত ১১০ সিসি ইঞ্জিন থেকে ৮.০৮ এইচপি শক্তি এবং ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়।

Hero Passion Pro

দীর্ঘদিন ধরে ভারতের কমিউটার মোটরসাইকেলের বাজারে একটি প্রসিদ্ধ নাম হল Passion। ২০২০-তে এটি নতুন ডায়মন্ড কাট ফ্রেম সহ হাজির হয়েছিল। Hero Passion Pro-তে উপস্থিত বিএস৬ ১১৩ সিসি ফুয়েল ইনজেক্টটেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটির ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক মডেল দুটির দাম যথাক্রমে ৭৪,৪০৮ টাকা ও ৭৭,৪০৮ টাকা (এক্স-শোরুম)। উভয় মডেলেই সেল্ফ স্টার্ট উপলব্ধ।