কেন্দ্রের PLI স্কিম পাঁচ বছরে 7.5 লক্ষ মানুষের চাকরি নিশ্চিত করবে, জানাল ভারী শিল্প মন্ত্রক

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ৭.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, এমনটাই ঘোষণা করলো মোদি সরকার। সম্প্রতি দেশের ভারী শিল্প মন্ত্রী জানিয়েছেন ‘উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প’ বা PLI (Production Linked Incentives)-এর আওতায় দেশের ২০ টি গাড়ির সংস্থাকে নিয়ে আসা হয়েছে। আর এর ফলেই এই বিপুল কর্মসংস্থান তৈরি হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই প্রকল্পটি ২,৩১,৫০০ কোটি টাকার বর্ধিত উৎপাদন মূল্যের দিকে পরিচালিত করবে।

কেন্দ্রের এই উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পটি চালু করার উদ্দেশ্য ভারতে বৈদ্যুতিক এবং হাইড্রোজেন চালিত গাড়ির উৎপাদন বৃদ্ধি করা। এই প্রকল্পটি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি ও যন্ত্রাংশের বিক্রি নির্ধারণের জন্য ২০২২-এর এপ্রিল থেকে আগামী পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে।

যেই ২০টি গাড়ি এবং এর সরঞ্জাম তৈরীর সংস্থাকে উক্ত প্রকল্পের আওতায় আনা হয়েছে তাদের মধ্যে রয়েছে Ford, Tata Motors, Suzuki, Hyundai, Kia ও Mahindra। এছাড়া দুই ও তিন চাকার বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা যেমন Bajaj Auto, Hero MotoCorp, Piaggio এবং TVS Motor-কেও এই প্রকল্পের আওতায় এনেছে কেন্দ্র। অন্যদিকে নতুন নন অটোমোটিভ ইনভেস্টর (OEM)-এর তালিকায় শামিল করা হয়েছে Ola Electric, Axis Clean Mobility, Booma Innovative-এর মতো সংস্থাগুলি। আবার Ashok Leyland, Eicher Motors, Suzuki Motor ইত্যাদি সংস্থাগুলিকেও ঠাঁই দেওয়া হয়েছে এই তালিকায়।

এই প্রসঙ্গে ভারী শিল্প মন্ত্রকের সচিব অরুণ গোয়েল (Arun Goel) সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে জানিয়েছেন, “যেই ২০ টি সংস্থাকে আমরা নির্বাচন করেছি তারা ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের প্রকল্পের উদ্দেশ্য বর্তমানের এর উৎপাদন মূল্য ২৫,৯৩৮ কোটি টাকা থেকে বাড়ানো। অনুমান করা হচ্ছে তা বাড়িয়ে ২,৩১,৫০০ কোটি টাকা করা যাবে।”

এই প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পগুলির সহ সমস্ত সংস্থাকে ৫০% উৎপাদন দেশের মাটিতেই করতে হবে। গোয়েলের কড়া বার্তা, “যদি কোনো সংস্থা বিদেশ থেকে তাদের সমস্ত গাড়ি রপ্তানি করে এবং দেশের বাজারে যন্ত্রাংশ জুড়ে তা বিক্রি করে, সে ক্ষেত্রে ওই সংস্থাটি এই প্রকল্পের সুবিধা পাবে না। এটি পেতে হলে কমপক্ষে ৫০% পণ্য ভারতের মাটিতেই প্রস্তুত করতে হবে।”

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই টেসলা (Tesla) ভারতের বাজারে ব্যবসা শুরু করা নিয়ে জোর চর্চা চলছে। টেসলার কর্ণধার এলন মাস্ক (Elon Musk)-এর বক্তব্য যে তারা ভারতের মাটিতে বিদেশ থেকে আমদানি করা গাড়ি বিক্রি করবে। যে কারণে সংস্থাটি কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার আমদানি শুল্ক কমানোর আবেদন জানিয়েছে। কিন্তু কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে যে, আমদানির বদলে দেশের মাটিতে তারা যন্ত্রাংশ জুড়ে গাড়ি প্রস্তুত করুক। আর এখানেই যত জটিলতা। কেন্দ্রের সম্প্রতি এই PLI-এর ঘোষণায় তবে কি বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী টেসলাকে ঘুরিয়ে বার্তা দেওয়া হল? মনে করছেন একদল বিশেষজ্ঞ।

Subhadip Dasgupta

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

14 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

23 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

52 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago