Poco F4 আসছে AMOLED ডিসপ্লে ও Android 12 অপারেটিং সিস্টেম সহ, ফাঁস হল বৈশিষ্ট্য

গত বছর Redmi K40-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে পোকো বাজারে লঞ্চ করে তাদের Poco F3 স্মার্টফোনটি। এর উত্তরসূরি Redmi K50 হ্যান্ডসেটটি মার্চ মাসেই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। জল্পনা চলছে পূর্বসূরীর মত আসন্ন রেডমি ফোনটিও চীনের বাইরের মার্কেট গুলিতে Poco F4 হিসেবে লঞ্চ হতে পারে। যদিও, সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এবার এক পরিচিত টিপস্টার আপকামিং Poco F4 মডেলটির প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। আসুন, পোকোর এই আপকামিং স্মার্টফোনটি ব্যবহারকারীকে কি কি অফার করবে।

পোকো এফ৪- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Poco F4 Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার টুইট করে পোকো এফ৪- এর প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, এই হ্যান্ডসেটে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হবে এবং এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পোকো এফ৪ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০চিপসেট দ্বারা চালিত হবে এবং এই ডিভাইসটি ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে বাজারে আসবে।

ফটোগ্রাফির জন্য Poco F4- এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো স্ন্যাপার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে৷ আবার ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

এছাড়া, সফ্টওয়্যারের ক্ষেত্রে, Poco F4 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, এই আসন্ন স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago