Poco F4 5G, Poco X4 GT একদিন পরেই লঞ্চ হচ্ছে, তার আগে সামনে এল প্রসেসর সহ বিভিন্ন তথ্য

পোকো (Poco) গ্লোবাল মার্কেটে নতুন Poco F4 5G-এর সাথে আসন্ন Poco X4 GT হ্যান্ডসেটটি লঞ্চ করার জন্য প্রস্তুত। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে আগামী ২৩…

পোকো (Poco) গ্লোবাল মার্কেটে নতুন Poco F4 5G-এর সাথে আসন্ন Poco X4 GT হ্যান্ডসেটটি লঞ্চ করার জন্য প্রস্তুত। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে আগামী ২৩ জুন এই দুটি স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। আর পোকো ইতিমধ্যেই F4 5G এবং X4 GT-এর একাধিক প্রোমোশনাল পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, যা দুটি নতুন ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। নিশ্চিত করা হয়েছে যে Poco X4 GT মডেলটি MediaTek Dimensity 8100 প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ১৪৪ হার্টজের এলসিডি ডিসপ্লে থাকবে। অন্যদিকে, Poco F4 5G ফোনে Qualcomm Snapdragon 870 চিপসেট এবং ১২০ হার্টজের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে। এছাড়া দুটি মডেলেই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

প্রকাশ্যে এল Poco F4 5G ও Poco X4 GT- এর স্পেসিফিকেশন

পোকো অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে পোকো এক্স৪ জিটি ৫জি এবং পোকো এফ৪ ৫জি-এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে।

পোকো এক্স৪ জিটি ৫জি ফোনটি রেডমি নোট ১১টি প্রো-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। এখন আবার সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, এক্স৪ জিটি ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ এলসিডি ডিসপ্লে থাকবে এবং এই ডিভাইসে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

অন্যদিকে, সংস্থার তরফে পোকো এফ৪ ৫জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, এই হ্যান্ডসেটটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলেও জানা গেছে। ডিসপ্লেটি এইচডিআর১০+ রেজোলিউশন, ট্রুকালার টিউনিং এবং ডিসিসআই-পি৩ কালার গ্যামটের ১০০ শতাংশ কভারেজ সাপোর্ট করবে। পোকো এর আগে নিশ্চিত করেছে যে, এফ৪ ৫জি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম + ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে।

উল্লেখ্য, আগামী ২৩ জুন রাত ৮টায় (ভারতীয় সময় ৫:৩০ টা) নতুন Poco X4 GT এবং Poco F4 5G হ্যান্ডসেট দুটির গ্লোবাল লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ইউটিউব (YouTube), টুইটার (Twitter) এবং ফেসবুক (Facebook) এর মাধ্যমে লাইভ স্ট্রিম করা হবে৷ Poco F4 5G মডেলটি একই সাথে ভারতীয় বাজারেও উন্মোচিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে, Poco X4 GT ভারতে আসবে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।