Poco F7: বাজার কাঁপাতে আসছে পোকোর ফ্ল্যাগশিপ কিলার, লঞ্চ কবে হবে দেখুন

পোকো এফ৭ সিরিজটি আগামী বছর লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই ফোনগুলির সর্ম্পকে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে।

Poco-F7-Series-Incoming-Makes-First-Appearance-On-Imei-Database

পোকো এফ৬ সিরিজটির লঞ্চের কয়েক মাসের মধ্যেই ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে পোকো এফ৭ সিরিজের ওপর কাজ শুরু করেছে। এই লাইনআপের হ্যান্ডসেটগুলিকে আইএমইআই ডেটাবেসে দেখা গেছে। পোকো এফ৭ সিরিজটি আগামী বছর লঞ্চ করা হবে, সম্ভবত মে মাসে। এই সিরিজের টপ-এন্ড মডেল, পোকো এফ৭ প্রো তার পূর্বসূরি পোকো এফ৬ প্রো মডেলের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি এবং নতুন বৈশিষ্ট্য অফার করবে বলে আশা করা হচ্ছে। আসুন এসর্ম্পকে সবিস্তারে জেনে নেওয়া যাক।

পোকো এফ৭ সিরিজের ওপর কাজ শুরু করেছে সংস্থা

পোকো এফ৭ প্রো হ্যান্ডসেটটিকে আনুষ্ঠানিকভাবে আগামী এক বছরের মধ্যে উন্মোচন করা হবে। এই সিরিজটিকে হাইপারওএস সোর্স কোডে দেখা গেছে, যেখানে আইএমইআই ডেটাবেস ইঙ্গিত দিয়েছে যে কোন অঞ্চলে ডিভাইসটি পাওয়া যাবে। পোকো এফ৭ প্রো ফোনটির সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে।

পোকো এফ৭ প্রো গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। চীনের বাজারে এই ডিভাইসটিকে রেডমি কে৮০ নামে আত্মপ্রকাশ করবে। উভয় ডিভাইসেই ঠিক একই স্পেসিফিকেশন থাকবে। পোকো এফ৭ প্রো হ্যান্ডসেটের মডেল নম্বর হল “২৪১২২আরকেসি৭জি”। এই মডেল নম্বরের শেষে “জি” রয়েছে, যা ইঙ্গিত দেয় যে এটি বিশ্ব বাজারে লঞ্চ হতে চলা ডিভাইস। রেডমি কে৮০ ফোনের মডেল নম্বর হল “২৪১২২আরকেসি৭সি”। এই মডেল নম্বরের শেষে “সি” নির্দেশ করে যে, এটি চীনা বাজারের জন্য এক্সক্লুসিভ। রেডমি কে৮০-কে বিভিন্ন বাজারে পোকো এফ৭ প্রো হিসাবে রিব্র্যান্ড করা হবে।

প্রসঙ্গত, পোকো এফ প্রো এবং রেডমি কে সিরিজের ফোনগুলির সাংকেতিক নাম চিত্রশিল্পীদের নামে রাখা হবে বলে জানা গেছে। পোকো এফ৭ প্রো মডেলের কোডনেম হবে “মিরো” এবং এই কোডনেম রেডমি কে৮০ মডেলের ক্ষেত্রেও প্রযোজ্য। উভয় ডিভাইস একটিমাত্র কোডনামের অধীনে তৈরি করা হচ্ছে। সাংকেতিক নাম “মিরো” এসেছে জোয়ান মিরো থেকে। জোয়ান মিরো ছিলেন স্পেনের বার্সেলোনায় জন্মগ্রহণকারী এক বিখ্যাত চিত্রশিল্পী।

পোকো এফ৭ প্রো (রেডমি কে৮০) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। পোকো এফ৬ প্রো (রেডমি কে৭০) ফোনে রয়েছে এর পূর্বসূরি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২৷ ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানাই রয়েছে৷ অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু যেহেতু পোকো এফ৬ প্রো গত মে মাসে লঞ্চ করা হয়েছিল, তাই পোকো এফ৭ প্রো ঠিক এর এক বছর পরে, ২০২৫ সালের মে মাসে বাজারে পা রাখতে পারে। পোকো এফ৭ প্রো ফোনের চীনা সংস্করণ, রেডমি কে৮০ আগামী নভেম্বর মাসে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।