স্মার্টফোনের বাজার কাঁপাচ্ছে Poco, প্রথম তিনমাসে ৩০০ শতাংশ গ্রোথ কোম্পানির

Poco F1 এর হাত ধরে ভারতীয় স্মার্টফোন মার্কেটে প্রবেশ করেছিল Poco। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি Xiaomi-র একসময়ের এই সাব ব্র্যান্ডটিকে। এখন অনলাইনে যেসব ব্রান্ডের ফোন বেশি বিক্রি হয়, তাদের মধ্যে একটি Poco। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে যে, তারা ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ ৩০০% YoY (ইয়ার ওভার ইয়ার) গ্রোথ রেকর্ড করেছে। শুধু তাই নয়, IDC Worldwide Quarterly Mobile Phone Tracker (আইডিসি ওয়ার্ল্ডওয়াইড ত্রৈমাসিক মোবাইল ফোন ট্র্যাকার) এর মে মাসের রিপোর্ট অনুযায়ী, Poco শীর্ষ ১০ টি ব্র্যান্ডের মধ্যে নিজেদের নাম শামিল করেছে।

IDC-র রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের নভেম্বর মাসে Poco মাত্র ১০ মাসের মধ্যে (নিজস্ব ব্র্যান্ড হওয়ার পর) Realme এবং OnePlus-কে পিছনে ফেলে তৃতীয় বৃহত্তম অনলাইন স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়। বর্তমানে, এটি প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ গ্রোথ রেজিস্টার করে তার স্বাধীন, সুপ্রশস্ত ব্যবসায়িক যাত্রায় আরও একটি নতুন মাইলফলক যুক্ত করেছে।

এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কেবলমাত্র লঞ্চের এক মাসের মধ্যে Poco X2 মার্চ মাসে ১৫,০০০ টাকা-২০,০০০ টাকা প্রাইস সেগমেন্টে Flipkart-এ সর্বাধিক বিক্রিত ফোনের তকমা পেয়েছে। X3-ও ২০,০০০ টাকা সেগমেন্টের অধীনে সেরা ফোনগুলির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। এছাড়া, সংস্থাটির M3 স্মার্টফোনটিও একটি বড়োসড়ো রেকর্ড গড়েছে। সংস্থাটি জানিয়েছে যে, লঞ্চের ৪৫ দিনের মধ্যে ফোনটির ৫,০০,০০০ ইউনিট বিক্রি হয়েছে।

তবে IDC মনে করছে, সম্প্রতি Covid-19 মহামারীর নতুন করে উত্থান এবং লকডাউনের কারণে স্মার্টফোন সংস্থাগুলি দ্বিতীয় ত্রৈমাসিকে বড়োসড়ো ধাক্কার সম্মুখীন হতে পারে। অন্যান্য বছরগুলির মতো এই বছরে স্মার্টফোন কোম্পানিগুলির ব্যবসায়িক পথ চলা ততটা মসৃণ হবে না, মাঝে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ, খুব সহজ ভাষায় বললে করোনার দ্বিতীয় সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি স্মার্টফোন বাজারকেও ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। তবে বছরের দ্বিতীয়ার্ধের শেষের দিকে ভোক্তাদের চাহিদার পাশাপাশি এই অবস্থারও কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, যা এই বছর সিঙ্গেল-ডিজিট গ্রোথের দিকেও পরিচালিত করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন