Poco M4 5G আজ কম দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ব্যাটারি সহ আসছে, সরাসরি দেখুন লঞ্চ ইভেন্ট

Poco M4 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে। একটি ভার্চুয়াল ইভেন্টে পোকো তাদের এম সিরিজের এই ফোনের উপর থেকে পর্দা সরাবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। এখান থেকে জানা গেছে Poco M4 5G ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।

পোকো এম৪ ৫জি আজ ভারতে লঞ্চ হচ্ছে (Poco M4 5G India launch today livestream)

আগেই বলেছি, পোকো এম৪ ৫জি কে এদেশে লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর বারোটা থেকে শুরু হবে। পোকো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকেও এই ইভেন্ট দেখা যাবে। এছাড়া নীচে এম্বেড করা লিঙ্ক থেকেও ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন।

পোকো এম৪ ৫জি ভারতে সম্ভাব্য দাম (Poco M4 5G expected price in India)

পোকো এফ৪ ৫জি ফোনের সঠিক দাম লঞ্চের পরই জানা যাবে। তবে আমাদের বিশ্বাস এই ফোনের মূল্য শুরু হবে ১৫,০০০ টাকার কম থেকে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে।

পোকো এম৪ ৫জি সম্ভাব্য স্পেসিফিকেশন (Poco M4 5G expected Specifications)

পোকো এম৪ ৫জি ফোনের সমস্ত ফিচার এখনও সামনে আসেনি। এরজন্য আমাদেরকে লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মাইক্রো সাইট থেকে জানা গেছে, এই ফোনের সামনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি ৪ জিবি/ ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটোও ভিডিওগ্রাফির জন্য, Poco M4 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। Poco M4 5G পাওয়ার ব্যাকআপের জন্য পেতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।