Poco M4 হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে

গতবছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Poco M3 স্মার্টফোনটি। সংস্থার তরফে গেমারদের উদ্দেশ্যেই এই বাজেট রেঞ্জের ফোনটি বাজারে আনা হয়েছিল। এই ফোনের প্রধান আকর্ষণ ছিল ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন, এই ফোনের উত্তরসূরী হিসেবে Poco M4 ফোনটি আগামী মাসেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এর সাথে তিনি এই ফোনের প্রধান কয়েকটি স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছেন। জানা গেছে, Poco M4 ফোনের প্রধান ফিচারের মধ্যে থাকতে পারে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

Poco M4 বাজারে আসতে চলেছে ফেব্রুয়ারিতেই

মাইস্মার্টপ্রাইসকে (MySmartPrice) টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসেই গ্লোবাল মার্কেটে পোকো এম৪ স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। তিনি এই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্যও সামনে এনেছেন। মুকুল শর্মার দাবি অনুযায়ী, পোকো এম৪ ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেকের পরবর্তী প্রজন্মের (৫জি) প্রসেসর। তবে প্রসেসরটি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এছাড়াও টিপস্টার দাবি করেছেন, পোকো এম৪ ফোনে ফটোগ্রাফির জন্য থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে দেখা যাবে ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি৪০ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আইএমএক্স৩৩৫ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ওভি২এ লেন্স। পোকোর এই ফোনের সামনে দেওয়া হতে পারে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত এলসিডি প্যানেল।

মনে করা হচ্ছে Poco M4 ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম ওএস এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে। তবে যেহেতু কিছুদিন আগেই শাওমির অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নতুন ইউজার ইন্টারফেস, এমআইইউআই ১৩ উম্মোচিত হয়েছে, তাই এই ফোনে এই নতুন কাস্টম ওএসটি থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সংস্থার তরফে এই Poco M4 ফোনটির টিজার প্রকাশ্যে আনা হবে, যেখান থেকে এই ফোনটির সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানা যাবে।

উল্লেখ্য, পোকো খুব সম্প্রতি গতবছর নভেম্বর মাসে Poco M4 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনের পিছনে পুরো প্রস্থ জুড়ে প্রসারিত একটি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেমনটা দেখা গিয়েছিল Poco M3 ফোনেও, যার ফলে ব্যাক প্যানেলের ডিজাইনের দিক থেকে এই দুটি ফোনে সাদৃশ্য দেখতে পাওয়া গেছে। মনে করা হচ্ছে বেস মডেল Poco M4 ফোনেতেও একই রকম ডিজাইন দেখতে পাওয়া যাবে। কারণ এই বিশেষ ধরনের ডিসাইনটি এখন পোকোর ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়েছে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 27 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 27 আগস্ট রিডিম কোড

আপনি যদি গারেনা ফ্রি ফায়ার নামের রয়্যাল ব্যাটেল গেমটি প্রতিদিন খেলতে খেলতে একঘেয়েমি অনুভব করেন…

24 mins ago

Reliance Jio লঞ্চ করল নতুন IR রিচার্জ প্ল্যান, মন খুলে এবার কথা বলুন

বর্তমানে অনেক ভারতীয় পর্যটকই বিদেশ ভ্রমণ করে থাকেন। আর বিদেশ ভ্রমণের সময় যদি মোবাইল ফোনে…

29 mins ago

Reliance Jio গ্রাহকদের জন্য সেরা প্ল্যান, 300 টাকার কমে 14 দিন বেশি ভ্যালিডিটি

গ্রাহকদের জন্য Reliance Jio বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির মধ্যে কয়েকটির সাথে…

38 mins ago

KL Rahul: আইপিএল ২০২৫ এ রাহুলের ভবিষ্যৎ হয়ে মালিকের সাথে হল মিটিং, নিজস্ব অফিসে চললো ঘন্টা খানেকের আলোচনা

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তথা তারকা ব্যাটসম্যান কেএল রাহুল সোমবার কলকাতায় এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার…

44 mins ago

Women’s T20 World Cup 2024: মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য নতুন সময়সূচি প্রকাশ করলো ICC, এই দিন মুখোমুখি হবে ভারত-পাক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সংশোধিত সূচি ঘোষণা করেছে, যেখানে ভারতীয়…

1 hour ago

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লো স্পেন, ভারত-অস্ট্রেলিয়া করতে পারেনি, সেই রেকর্ড করলো এই দেশ

স্পেনের ফুটবল দল অসাধারণ। তারা বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলুড়ে দল। তবে ক্রিকেটে স্পেন অনেক…

1 hour ago