Poco M4 Pro 4G আজ ১০ হাজার টাকার রেঞ্জে ভারতে আসবে, দাম ও ফিচার জেনে নিন

Poco M4 Pro 4G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, এটি হবে এম সিরিজের প্রথম ফোন, যেখানে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আবার Poco M4 Pro 4G পোকো লঞ্চার ২.০ সহ আসবে এবং এতে ডার্ক মোড সাপোর্ট থাকবে, যা ব্যবহারকারীদের বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা অফার করবে। জল্পনা রয়েছে, এই ফোনটি Redmi Note 11S এর রিব্যাজড ভার্সন হবে। উল্লেখ্য, সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Poco M4 Pro 5G।

পোকো এম৪ প্রো ৪জি ভারতে কখন লঞ্চ হবে (Poco M4 Pro 4G India launch details, Livestream)

আগেই বলেছি, পোকো এম৪ প্রো ৪জি ফোনটি লঞ্চ করার জন্য কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করছে। এই ইভেন্ট শুরু হবে সন্ধ্যা ৭ টা থেকে। পোকো ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়া নীচে দেওয়া লিংক থেকেও আপনি লঞ্চ ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন।

পোকো এম৪ প্রো ৪জি ভারতে দাম (Poco M4 Pro 4G Price in India)

পোকো এম৪ প্রো ৪জি এর ভারতে কত দাম রাখা হবে তা এখনো জানা যায়নি। তবে আমাদের অনুমান ফোনটি ভারতে ১০ হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে। উল্লেখ্য, ভারতে পোকো এম৪ প্রো ৫জি এর প্রারম্ভিক ভ্যারিয়েন্টের (৪ জিবি) মূল্য ১৪,৯৯৯ টাকা।

পোকো এম৪ প্রো ৪জি সম্ভাব্য স্পেসিফিকেশন (Poco M4 Pro 4G expected Specifications)

পোকো এম৪ প্রো ৪জি ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড (AMOLED) প্যানেল দেওয়া হতে পারে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল এবং প্যানেলটির সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ১,০০০ নিট। এর পাশাপাশি এই ডিসপ্লেতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এটিতে ডিসিআই-পি৩ (DCI-P3) ওয়াইড কালার গ্যামট থাকবে। পোকো এম৪ প্রো ৪জি ফোনে ফোনে ব্যবহার করা মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য Poco M4 Pro 4G ফোনে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যেতে পারে। ফোনের সামনে, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Poco M4 Pro 4G ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে।