Poco M4 Pro ভারতে লঞ্চ হল ৮ জিবি র‌্যাম ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ, দাম শুরু ১৫ হাজার টাকা থেকে

Poco M4 Pro 5G-র পর Poco M4 Pro 4G ঘোষণা অনুযায়ী আজ ২৮শে ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হল, এর দাম শুরু হয়েছে প্রায় ১৫,০০০ টাকা থেকে। উল্লেখ্য, আজই বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২২ ইভেন্টেও এই স্মার্টফোনটির উপর থেকে পর্দা সরানো হয়েছে। Poco M4 Pro ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Poco M4 Pro ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

পোকো এম৪ প্রো ভারতে দাম ও লভ্যতা (Poco M4 Pro price in India, availability)

ভারতে পোকো এম৪ প্রো ফোনের ৬ জিবি র‌্যাম +‌ ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা, যেখানে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৬,৪৯৯ টাকায় মিলবে। অনুরূপভাবে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে ১৭,৯৯৯ টাকা লাগবে।

লভ্যতার কথা বললে, স্মার্টফোনটি কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক রঙের বিকল্পগুলিতে কেনা যাবে। ই-কমার্স সাইট, ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে আগামী ৭ই মার্চ দুপুর ১২টায় বিক্রি শুরু হবে ফোনটি লঞ্চ অফার হিসেবে পোকো এম৪ প্রো ফোনের দামের উপর এইচডিএফসি ব্যাংকের কার্ডধারীরা ১,০০০ ছাড় পাবেন।

পোকো এম৪ প্রো স্পেসিফিকেশন (Poco M4 Pro 5G Specifications)

পোকো এম৪ প্রো হ্যান্ডসেটে ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যার পিক ব্রাইটনেস ১,০০০ নিট, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ৪০৯ পিপিআই এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর।

পোকো এম৪ প্রো ভারতে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ডায়নামিক র‌্যাম সাপোর্ট করবে। জানিয়ে রাখি, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও আছে লিকুইড কুল টেকনোলজি ১.০-এর সুবিধাও।

ফটোগ্রাফির জন্য Poco M4 Pro ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড অফ ভিউ (FoV) সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি অপশনের ক্ষেত্রে ফোনটিতে 4G LTE, ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন, ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং IR ব্লাস্টার বিদ্যমান৷ আবার অনবোর্ড সেন্সরগুলির মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেসিয়াল রিকগনিশন, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপ।