কার্ভড এজ ডিসপ্লে সহ ১২ জানুয়ারি লঞ্চ হতে পারে 5G ফোন Honor V40

আগামী ১২ জানুয়ারি, ২০২১ চীনে লঞ্চ হতে পারে Honor V40 সিরিজ। এই সিরিজে স্ট্যান্ডার্ড ভার্সন ছাড়াও V40 Pro, এবং V40 Pro+ ফোন দুটি থাকতে পারে। তবে পরবর্তী দুটি ফোন সম্পর্কে কিছু না জানা গেলেও ইতিমধ্যেই অনার ভি৪০ এর মুখ্য স্পেসিফিকেশন আমরা আপনাদেরকে জানিয়েছি। এবার চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে এই ফোনের একটি আনঅফিসিয়াল রেন্ডার পোস্ট করা হল। যেখান থেকে জানা গেছে এই ফোনে কার্ভড এজ ডিসপ্লে থাকবে।

বিভিন্ন রঙের সংমিশ্রনে নির্মিত এই রেন্ডার থেকে Honor V40 ফোনটির ডিসপ্লে ডিজাইন কার্ভড এজ ছাড়াও জানা গেছে, এতে মেটালিক ফ্রেম থাকবে। আবার ফোনটির তলায় ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি সিম স্লটও দেখা গেছে।

Honor V40 এর রেন্ডার

Honor V40 এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, আনার ভি৪০ ফোনটি ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সহ আসবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট হবে ৩০০ হার্টজ। আবার এর পাঞ্চ হোল কাট আউটের মধ্যে দেওয়া হবে সেলফি ক্যামেরা।

ক্যামেরার কথা বললে এই ফোনে ঘড়ির মত গোলাকার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল Sony IMX700 RYYB লেন্স থাকবে। সাথে ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর সহ আসতে পারে। আবার এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।