Poco M4 Pro 5G হবে চলতি বছরে পোকোর শেষ স্মার্টফোন! লঞ্চ হবে 9 নভেম্বর, কী ফিচার থাকবে জানুন

গত মে মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল পকেট সাশ্রয়ী ফাইভ-জি স্মার্টফোন Poco M3 Pro 5G। এবার এর সাক্সেসর M4 Pro 5G লঞ্চ করার প্রস্তুতি শুরু করল Poco। সংস্থাটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (গ্লোবাল) থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী ৯ নভেম্বর নতুন Poco M4 Pro 5G অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে।

সে দিন একটি ভার্চুয়াল ইভেন্টে Poco M4 Pro 5G উন্মোচিত করা হবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইভেন্টটি শুরু হবে৷ ফেসবুক, টুইটার, ও ইউটিউবে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

Poco M4 Pro 5G ফোনে কেমন ফিচার থাকবে, এখনও তা খোলাখুলি জানানো হয়নি। তবে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম এবং সার্টিফিকেশন সাইটগুলির দৌলতে ডিভাইসটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। যেমন পুরনো মডেলের তুলনায় নতুন মডেলের প্রসেসর ও ক্যামেরা ডিপার্টমেন্টে আপগ্রেড লক্ষ্য করা যাবে।

উল্লেখ্য, Poco M3 Pro 5G-এর স্পেসিফিকেশনের সঙ্গে Redmi Note 10-এর খুব সাদৃশ্য ছিল। আর এবারও স্পেসিফিকেশনের ক্ষেত্রে Poco M4 Pro 5G-এর সঙ্গে Redmi Note 11-এর মিল থাকবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটে স্পট করা 21091116AC (চাইনিজ ভার্সন) ও 21091116AHG (গ্লোবাল ভার্সন) মডেল নম্বরের ফোনগুলি Poco M4 Pro 5G-র বলেই মনে করছে টেকমহল।

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, পোকো এম৪ প্রো ৫জি ফোনে MT6833P মডেল নম্বরের প্রসেসর থাকবে। এটি আসলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০-এর মধ্যে একটি চিপসেট হবে। পোকো এম৪ প্রো ৫জি ৪ জিবি র‌্যাম (বেস ভ্যারিয়েন্ট) ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি অজানা। যদিও সার্টিফিকেশন সাইটগুলি থেকে জানা গিয়েছে, পোকো এম৪ প্রো ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।