Poco M4 Pro 5G আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, থাকবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 6nm চিপ

৯ নভেম্বর গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে Poco M4 Pro 5G। তার আগে, পোকো তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি থেকে স্মার্টফোনটির মূল ফিচারগুলি টিজ করা শুরু করেছে। সম্প্রতি পোকো জানিয়েছিল, 6nm বা ৬ ন্যানোমিটার প্রসেসিং নোডের চিপসেটের সাথে আত্মপ্রকাশ ঘটবে Poco M4 Pro 5G-এর। আর এখন ডিভাইসটি কত দ্রুত চার্জ হবে, তা সংস্থাটির তরফে প্রকাশ করা হয়েছে।

পোকোর লেটেস্ট টুইট অনুযায়ী, Poco M4 Pro 5G-এর ব্যাটারি ৩৩ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি, পোকো-র ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থায় এক ঘন্টার মধ্যেই একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। যদিও আসন্ন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি কোম্পানির তরফে এখনও সামনে আনা হয়নি।

প্রসঙ্গত, Poco M4 Pro 5G আসলে Redmi Note 11 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন বলে জল্পনা শোনা যাচ্ছে। ঘটনাচক্রে, Redmi Note 11 5G ফোনে দেওয়া Dimensity 810 চিপসেট ৬ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে প্রসেসে তৈরি। আবার ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ আর এই কারণেই গুঞ্জন দীর্ঘ হচ্ছে।

Poco M4 5G স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রেডমি নোট ১১ ৫জি-এর রিব্র্যান্ডেড হওয়ার সম্ভাবনা বিচার করলে বলা যায়, পোকো এম৪ ৫জি ফোনে ৬.৬ ইঞ্চি ৯০ হার্টজ ডিসপ্লে দেওয়া হবে। ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের সাথে এই ফোনে থাকবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প।

এছাড়া ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে পোকো এম৪ প্রো ৫জি।