108MP ক্যামেরা নিয়ে ভারতে আসছে Poco M6 Plus 5G, লঞ্চের আগেই দাম ফাঁস হল

পোকো তাদের লেটেস্ট এম সিরিজের স্মার্টফোন, পোকো এম৬ প্লাস ৫জি মডেলটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ যদিও এখনও কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি,…

পোকো তাদের লেটেস্ট এম সিরিজের স্মার্টফোন, পোকো এম৬ প্লাস ৫জি মডেলটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ যদিও এখনও কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে তার আগেই একটি অনলাইন রিপোর্টের মাধ্যমে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন এবং সম্ভাব্য মূল্য সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন এবং মূল্য (প্রত্যাশিত)

৯১মোবাইলের নতুন একটি রিপোর্ট অনুযায়ী, পোকো এম৬ প্লাস ৫জি দুটি সংস্করণে পাওয়া – ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই দুই মডেলের দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকা হবে। ক্রেতারা এর সাথে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও পেতে পারেন৷ ফোনটিকে পার্পল, ব্ল্যাক এবং সিলভার কালারে লঞ্চ করা হবে।

পোকো এম৬ প্লাস ৫জি মডেলে ফ্ল্যাট ফ্রেম দেখা যাবে এবং হ্যান্ডসেটের ডানদিকে ভলিউম বাটন ও পাওয়ার বাটন অবস্থান করবে বলে জানা গেছে। ফোনের সামনে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে, যার তিনদিকে স্লিম বেজেল এবং তুলনামূলক চওড়া চিন দেখা যাবে। আর পিছনের দিকে একটি এলইডি ফ্ল্যাশ রিং থাকবে৷

আগের রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, পোকো এম৬ প্লাস ৫জি হ্যান্ডসেটটি রেডমি নোট ১৩আর মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। অর্থাৎ আশা করা যায় যে আসন্ন ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ সহ ৬.৭৯ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে৷

ফটোগ্রাফির জন্য, পোকো এম৬ প্লাস ৫জি সম্ভবত ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও, পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০৩০ এমএএইচ ব্যাটারি, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইউএফএস ২.২ স্টোরেজ, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৫৩ রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকতে পারে৷ ডিভাইসটি সম্প্রতি ৬ জিবি র‍্যাম এবং ‘স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই’ চিপসেটের সাথে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। আসন্ন পোকো ফোনটির লঞ্চের তারিখটি এখনও অন্ধকারেই রয়েছে, তবে শীঘ্রই ব্র্যান্ডের তরফে থেকে এবিষয়ে ঘোষনা করা হবে বলে মনে করা হচ্ছে।